শেষ আপডেট: 15th February 2024 23:38
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য পুলিশে এস আই বা সাব ইন্সপেক্টর পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। বৃহস্পতিবার নবান্নের তরফে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন করে ৫২৯টি এসআই পদ তৈরি করা হল। রাজ্যের ১২৭টি থানা, ৩৫টি সাইবার ক্রাইম থানা এবং ৪০টি বড় থানায় (হাই লোডেড পুলিশ স্টেশন) নিয়োগ করা হবে এই নতুন এসআইদের।
নবান্ন সূত্রের খবর, রাজ্য পুলিশে নতুন করে ১০৫৮ টি এসআই পদ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছিল। সমস্ত দিক খতিয়ে দেখে ৫২৯টি এসআই পদ তৈরির অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে ৩৫৩ টি এসআই পদ তৈরি করা হয়েছে রাজ্যের ১২৭ টি থানা এলাকায়। ১২৫ টি পদ তৈরি করা হয়েছে ৩৫ টি সাইবার ক্রাইম থানার অধীনে। একইভাবে রাজ্যের ৪০টি বড় থানা এলাকায় ৫১টি এসআই পদ তৈরি করা হল।
এর আগে চলতি বছরের শুরুতে রাজ্যে ১২ হাজার কনস্টেবল নিয়োগের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণভাবে, রূপান্তরকামীদের জন্যও সুযোগ চালু করেছে রাজ্য।
১২ হাজার পদের মধ্যে মহিলা কনস্টেবলের জন্য সংরক্ষিত থাকছে ৩৬০০ পদ। বাকি ৮৪০০ পদে নিয়োগের প্রক্রিয়ায় রূপান্তরকামীরাও আবেদন করতে পারবেন। তাঁদের জন্য পৃথক ভাবে কোনও সংরক্ষিত আসন থাকবে না। প্রতিযোগিতামূলক পরীক্ষায় তাঁদের জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের মতো সমান ভাবে মূল্যায়ন করা হবে।
নবান্ন সূত্রের খবর, রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগের ব্যাপারে ইতিমধ্যেই মন্ত্রিসভায় প্রস্তাব পাশ হয়েছে। তবে রূপান্তরকামীদের পুলিশে নেওয়ার ব্যাপারে নিয়োগ বিধিতে কিছুটা সংশোধন করতে হবে।
২০১৫ সালে পশ্চিমবঙ্গে প্রথমবার রূপান্তরকারীদের জন্য উন্নয়ন পর্ষদ গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন কর্তাদের কথায়, ব্যাপারটা যে সেই আনুষ্ঠানিকতায় থেমে নেই এবার সেটা স্পষ্ট হবে। এখানে রূপান্তরকামী বলতে কাদের বোঝানো হচ্ছে, তার স্পষ্ট সংজ্ঞা থাকবে।
জন্মের সময়ে কোনও ব্যক্তির যে লিঙ্গ নির্ধারণ করা হয় তাঁর প্রকৃত লিঙ্গ যদি তার সঙ্গে না মেলে (“a person whose gender does not match with the gender assigned to that person at birth”) তাঁকেই রূপান্তরকামী হিসাবে ধরা হবে। এর মধ্যে রূপান্তরকামী পুরুষ, রূপান্তরকামী মহিলা, হিজড়া সবাই পড়বে।