শেষ আপডেট: 13th March 2025 21:26
দ্য ওয়াল ব্যুরো: স্পেশাল এডুকেটর (Special Educator) বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষক নিয়োগের বিধি আগেই তৈরি করে ফেলেছিল রাজ্য সরকার (State Government)। বিধিতে চুক্তিভিত্তিক স্পেশ্যাল এডুকেটর-এর জন্য ১০ শতাংশ আসন সংরক্ষণের উল্লেখ করা হয়। এবার সেই বিধি প্রণয়ন প্রস্তাব ছাড়পত্র পেয়েছে মন্ত্রিসভার বৈঠকে (Cabinet Meeting), এমনটাই সূত্রের খবর।
গত বছর শেষের দিকে স্পেশাল এডুকেটরদের জন্য উদ্যোগী হয় রাজ্য সরকার। মন্ত্রিসভার বৈঠকে স্কুল সার্ভিস কমিশন আইন সংশোধনের সিদ্ধান্তও নেওয়া হয় তখন। তারপরই বিধি প্রণয়নে জোর দেয় সরকার। যেখানে একটা খসড়া তৈরি করে বেশ কিছু নতুন বিষয় নিয়োগের জন্য সংযোজন হয়। যার মধ্যে গুরুত্বপূর্ণ ১০ বছরের জন্য ওএমআর শিট সংরক্ষণ করে রাখা।
এই ওএমআর সংরক্ষণের সিদ্ধান্ত নেইয়া হয় ঠেকে শিখে। একথা বলার কারণ, এই ওএমআর শিট বিতর্কেই ২৬ হাজার শিক্ষকের চাকরি ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে।
তাৎপর্যপূর্ণ ব্যাওয়ার এই যে, এত দিন কেবল চুক্তিভিত্তিক স্পেশ্যাল এডুকেটর নিয়োগ করা হত। এখন থেকে সেই সমস্ত শিক্ষকদের জন্যও নিয়োগের ক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষিত আসন রাখছে সরকার।
বস্তুত, শীর্ষ আদালত স্পেশাল এডুকেটর নিয়োগ সংক্রান্ত একটি মামলায় আগেই জানিয়েছিল, চারটি স্কুল পিছু এক জন করে স্পেশ্যাল এডুকেটর নিয়োগ করতে হবে রাজ্যকে। সুপ্রিম কোর্টও স্কুলে বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্য স্পেশাল এডুকেটর পদ তৈরি করে নিয়োগের নির্দেশ দিয়েছিল সব রাজ্যকে।