শেষ আপডেট: 7 February 2025 11:29
দ্য় ওয়াল ব্যুরো: কল্যাণীর রথতলায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় রিপোর্ট তলব করল নবান্ন। কীভাবে এতবড় বিস্ফোরণ ঘটল, জেলা প্রশাসনের কাছে সেই রিপোর্ট চাইলেন রাজ্য পুলিশের ডিজি।
কল্যাণীর বাজি কারখানায় ভয়ংকর বিস্ফোরণে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতদের মধ্যে দু’জন মহিলা। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল। উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন স্থানীয়রা।
ঠিক কী করে ওই বাজি কারখানায় বিস্ফোরণ ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এই বিস্ফোরণের ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যে বাজি কারখানায় বিস্ফোরণের পরে আগুন ধরে যায় সেই এলাকাটি এত ঘিঞ্জি যে ঘটনাস্থলে পৌঁছতে রীতিমতো বেগ পেতে হয় দমকল ও পুলিশকে।
পুলিশের প্রাথমিক অনুমান, আতশবাজি তৈরির সময় শর্ট সার্কিট থেকে আগুন লাগে। বিস্ফোরণের ফলে কারখানার দেওয়াল ভেঙে পড়ে। এই ভাঙা দেওয়ালের নীচে কেউ আটকে রয়েছেন কি না, তাও খুঁজে দেখছেন দমকল কর্মীরা। বিস্ফোরণের সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।