Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
অচল একমাত্র কেরল, স্বাভাবিক ভারত, বিহার বনধে শক্তি প্রদর্শন মহাগাঁটবন্ধনেরসঙ্গে পোষ্য, তাই উইম্বলডনের ক্যাফেতে ঢুকতে পারলেন না নাভ্রাতিলোভা, সমাজমাধ্যমে বিতর্কBharat Bandh: বুনিয়াদপুরে পিকেটিংয়ে বাধা, সিপিএম নেতাকে চড় থানার আইসি-র! প্রবল উত্তেজনাপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনাই, দাবি বিবিসি'র, কী বলছেন আওয়ামী লিগ নেত্রীBharat Bandh: সিপিএমের মিছিল থেকে কুশপুতুল-টায়ার জ্বালানোর সময় অগ্নিকাণ্ড, যাদবপুরে আতঙ্ক‘চারদিন অন্তর দাড়ি রং করার মানে সরে যাওয়ার সময় এসেছে’, অবসর নিয়ে প্রথমবার মুখ খুললেন বিরাটBharat Bandh: পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত বামনেতা সৃজন, চ্যাংদোলা করে তোলা হয় প্রিজন ভ্যানেঅবরোধের জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, অফিস টাইমে নাকাল যাত্রীরাবেঙ্গালুরুতে গ্রেফতার আলিয়ার প্রাক্তন সহকারী, তিন বছরে ৭৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগএকদিনের বৃষ্টিতেই তলিয়ে গেল ছ'মাসে তৈরি রাস্তা, রাজস্থানে উদ্বোধনের আগেই সড়ক বিপর্যয়
Kalyani Blast

কল্যাণী নিয়ে রিপোর্ট চাইল নবান্ন, কী করে এতবড় ঘটনা জানতে চাওয়া হল জেলা প্রশাসনের কাছে

কল্যাণীর রথতলায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় রিপোর্ট তলব করল নবান্ন।

কল্যাণী নিয়ে রিপোর্ট চাইল নবান্ন, কী করে এতবড় ঘটনা জানতে চাওয়া হল জেলা প্রশাসনের কাছে

শেষ আপডেট: 7 February 2025 11:29

দ্য় ওয়াল ব্যুরো: কল্যাণীর রথতলায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় রিপোর্ট তলব করল নবান্ন। কীভাবে এতবড় বিস্ফোরণ ঘটল, জেলা প্রশাসনের কাছে সেই রিপোর্ট চাইলেন রাজ্য পুলিশের ডিজি।  

কল্যাণীর বাজি কারখানায় ভয়ংকর বিস্ফোরণে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতদের মধ্যে দু’জন মহিলা। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল। উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন স্থানীয়রা। 

ঠিক কী করে ওই বাজি কারখানায় বিস্ফোরণ ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এই বিস্ফোরণের ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যে বাজি কারখানায় বিস্ফোরণের পরে আগুন ধরে যায় সেই এলাকাটি এত ঘিঞ্জি যে ঘটনাস্থলে পৌঁছতে রীতিমতো বেগ পেতে হয় দমকল ও পুলিশকে।

পুলিশের প্রাথমিক অনুমান, আতশবাজি তৈরির সময় শর্ট সার্কিট থেকে আগুন লাগে। বিস্ফোরণের ফলে কারখানার দেওয়াল ভেঙে পড়ে। এই ভাঙা দেওয়ালের নীচে কেউ আটকে রয়েছেন কি না, তাও খুঁজে দেখছেন দমকল কর্মীরা। বিস্ফোরণের সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। 


ভিডিও স্টোরি