শেষ আপডেট: 25th September 2024 18:16
দ্য ওয়াল ব্যুরো: এবছরের দুর্গাপুজো নিয়ে অনেক রকম মতামত তৈরি হয়েছে জনমানসে। আরজি করের ঘটনার প্রেক্ষিতে একটা অংশের মানুষ দাবি করেন, এবছরে পুজোর উদযাপন না হওয়াই বাঞ্ছনীয়। আর এক দল বলেন, পুজোর সঙ্গে বহু মানুষের রুটিরুজি জড়িয়ে, সেকথা মাথায় রাখা উচিত। কেউ আবার দাবি করেন, পুজো হোক, কিন্তু উৎসব নয়।
এসবের মাঝেই প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, 'উৎসবে ফেরা'র কথা। এই নিয়েও বিতর্ক ঘনায়। প্রশ্ন ওঠে দুর্গাপুজো পরবর্তী যে কার্নিভাল হয় রেডরোডে, তারই বা কী হবে।
সব প্রশ্নের উত্তর মিলল আজ, বুধবার। নবান্নের তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে নোটিস জারি করে ঘোষণা করে দেওয়া হল, ১৫ অক্টোবর রেড রোড কার্নিভাল অনুষ্ঠিত হবে।
শুধু কার্নিভাল নয়, এদিনের বিজ্ঞপ্তিতে একগুচ্ছ পুজো কর্মসূচির উল্লেখ করা হয়েছে। লেখা হয়েছে, 'শারদোৎসব বাংলা সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ। শিল্পীদের নিত্যনতুন সৃজনশীলতা ও সাধারণের অংশগ্রহণে শারোদৎসব বাংলার সংস্কৃতিকে আরও নান্দনিক করে তুলেছে। বাঙালির শিল্পচেতনার গরিমাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০১৩ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার বিশ্ব বাংলা শারদ সম্মান পুরস্কার চালু করেছে। এবছরও সেই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।'
সেরা প্রতমা, সেরা মণ্ডপ, সেরা আলোকসজ্জা, সেরাসমাজচেতনা-সহ কোন কোন বিভাগে মিলবে পুরস্কার, উল্লেখ করা হয়েছে সেসব। জানানো হয়েছে, বিচারকমণ্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী মহাষষ্ঠীর দিন ঘোষণা হবে ফলাফল। কলকাতার বাইরেও ২২টি জেলার মধ্যে থেকে সেরা পুজো কমিটি বেছে নেওয়া হবে।
এমনকি রাজ্যের বাইরে ও দেশের বাইরে থেকেও অনলাইনে আবেদন পাঠানো যাবে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইন ও অফলাইন আবেদন জমা নেওয়া হবে। বিস্তারিত তথ্য মিলবে ওয়েবসাইটে, www.egiyebangla.gov.in, www.wb.gov.in, www.wbicad.in, https://bbss.wb.gov.in।