Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
একটি গ্রাম পঞ্চায়েতেই ৪ হাজারের বেশি ভুয়ো জন্ম-মৃত্যু সার্টিফিকেট! হাইকোর্টে জানাল রাজ্যক্রিকেট বল খুঁজতে গিয়ে বাড়ি থেকে উদ্ধার ৭ বছর পুরনো মানব কঙ্কাল! হায়দরাবাদে রহস্যEng vs Ind: দাম পেল না জাদেজার অবিস্মরণীয় লড়াই, ২২ রানে হেরে গেল ভারতজাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকিহিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকারমহাকাশে ১৮ দিন কাটিয়ে ফিরছেন শুভাংশু, ২২ ঘন্টার দীর্ঘ পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসীবলিউডে আউটসাইডার ইনসাইডারি গেমটার বিষয়ে আমি প্যান্ডেমিকের পর থেকে শুনছি'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর'বাবাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অপমান থেকে বাঁচতে সেই খুন করল?' প্রশ্ন তুলছেন রাধিকার বান্ধবীকোর্টের নির্দেশে মুম্বইয়ে মসজিদ মিনার মাইকহীন, আজান শোনাচ্ছে অনলাইন অ্যাপ, বাড়ির স্পিকার
Nabanna Abhijan

Nabanna Abhijan: ডিজির বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর, কড়া বিবৃতি রাজ্যপালেরও

মঙ্গলবার ছাত্র সমাজের নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুলিশি 'অত্যাচারে'র অভিযোগে সরব হয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

Nabanna Abhijan: ডিজির বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর, কড়া বিবৃতি রাজ্যপালেরও

শুভেন্দু অধিকারী ও রাজ্যপাল সিভি আনন্দ বোস।

শেষ আপডেট: 27 August 2024 16:53


দ্য ওয়াল ব্যুরো: রাজ্য পুলিশের সর্বোচ্চ কর্তা তথা ডিজির বিরুদ্ধে এবার শীর্ষ আদালতে যাওয়ার হুঁশিয়ারি  দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার রাতে সোশ্যাল মাধ্যম এক্স হ্যান্ডেলে পোস্ট করে একথা লিখেছেন শুভেন্দু। অন্যদিকে মঙ্গলবার ছাত্র সমাজের নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুলিশি 'অত্যাচারে'র অভিযোগে সরব হয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

মঙ্গলবার ছাত্র সমাজের নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুলিশ চারজনকে অবৈধভাবে আটক করে বলে অভিযোগ। এনিয়ে মঙ্গলবার সকালে শুভেন্দু টুইটে লেখেন, হাওড়া স্টেশনে নিখোঁজ হয়ে গিয়েছেন চার ছাত্র। তাঁদের নাম শুভজিৎ ঘোষ, পুলকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি ও প্রীতম সরকার। সোমবার রাতে সেখানেই তাঁরা স্বেচ্ছাসেবকদের খাবার দিচ্ছিলেন।

এই নিখোঁজ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়। তবে শুভেন্দু দাবি খারিজ করে  কলকাতা পুলিশ জানায়, তাঁদের সকলকেই গ্রেফতার করা হয়েছে। তারপরই শুভেন্দু ওই চার ছাত্রের দায়িত্ব নেওয়ার কথা জানিয়ে বলেন, যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁদের ছাড়ানোর দায়িত্ব তাঁর। পাশাপাশি যে আইনি খরচ লাগবে তাও বহন করবেন তিনি।

এদিন রাতে ফের এই প্রসঙ্গেই টুইট করে রাজ্য পুলিশের ডিজির উদ্দেশে বিরোধী দলনেতার হুঁশিয়ারি, "আপনি যদি মনে করেন যে তাদের চুপচাপ ছেড়ে দিলে আপনার অপরাধ ধুয়ে যাবে, তাহলে আপনি ভুল করেছেন। আমি আপনাকে আগেই বলেছিলাম যে, আমি আপনাকে আদালতে দেখব, আবারও বলছি এই বিষয়টি শেষ হবে না এবং আমরা ন্যায়বিচার চাইব এবং প্রয়োজনে ভারতের মাননীয় সুপ্রিম কোর্টের কাছে যাব এবং দোষী পুলিশ অফিসারদের শাস্তি নিশ্চিত করব। অবৈধ আটকের অপরাধে।"

অন্যদিকে মঙ্গলবার ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশি আক্রমণের অভিযোগে কড়া বিবৃতি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এক ভিডিও বার্তায় তিনি বলেন, নেতাজি ব্রিটিশের বিরুদ্ধে দিল্লি চলো ডাক দিয়েছিলেন। এখন বাংলার মানুষ নবান্ন চলো ডাক দিয়েছেন। তাঁরা বিচার চাইছেন। সুপ্রিম কোর্টও বলেছিল, শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ বাধা দিতে পারে না। অথচ এদিন ছাত্র সমাজের মিছিলে যেভাবে পুলিশি আক্রমণ করা হয়েছে, তা সংবিধানকেও লঙ্ঘিত করেছে। আন্দোলনকারীদের পাশাপাশি পুলিশ জাতীয় পতাকার অবমাননা করেছে, দেশেরও অসম্মান হয়েছে।"

বাংলার জঙ্গল রাজ চলছে বলে অভিযোগ করে রাজ্যপাল আরও বলেন, "একসময় নিশ্চয়ই আমরা এই পরিস্থিতি অতিক্রম করতে পারব। সুবিচারের দাবির মধ্যে দিয়েই বাংলাকে অপশাসন মুক্ত করতে হবে।"


ভিডিও স্টোরি