শেষ আপডেট: 9th January 2025 12:46
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার গড়িয়া অঞ্চলের একটি বাড়ি থেকে 'তেল' চুঁইয়ে পড়ার ঘটনায় তাজ্জব অনেকে। ইতিমধ্যে বহু মানুষ সেই বাড়িটিকে দেখতে পর্যন্ত গেছেন। তাহলে কি বাড়ির নীচে না কোথাও খনিজ তেলের সম্ভার রয়েছে, এই প্রশ্ন অনেকের মনে জেগেছে। তাই চুঁইয়ে পড়া সেই তরল পদার্থ আদতে কী তা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে। ওএনজিসি আধিকারিকরা এসে ইতিমধ্যে নমুনা সংগ্রহ করে গেছেন বাড়িটি থেকে।
রাজপুর সোনারপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের এক বাড়ি থেকে এই 'তেল' পড়ার বিষয়টি প্রকাশ্যে এসেছে। ওই বাড়িটি রতন সরকার নামের এক ব্যক্তির। তিনি জানিয়েছেন, প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে এই বাড়িতে থাকছেন তাঁরা। কিন্তু এত বছরে কখনও এমন ঘটনার সাক্ষী থাকতে হয়নি। তবে বছরখানেক আগে তাঁরা খেয়াল করেন বাড়ির দেওয়াল বেয়ে 'তেল' পড়ছে।
প্রথমে বিষয়টিকে পাত্তা না দিলেও পরবর্তী সময় কার্যত চিন্তিত হয়েই বিষয়টি তাঁরা জানান স্থানীয় পুরসভা, যাদবপুর বিশ্ববিদ্যালয় ও নরেন্দ্রপুর থানায়। পুলিশ আধিকারিকরা এসে বিষয়টি খতিয়ে দেখে গেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জিওলজিকাল ডিপার্টমেন্টের সদস্যরাও নমুনা সংগ্রহ করে গেছেন। এবার ওএনজিসি কর্তৃপক্ষও নমুনা নিয়ে গেল।
বাড়ির সদস্যরা জানিয়েছেন, ১৯৭৪ সালের বাড়ি এটি। এত বছর ধরে সব স্বাভাবিক ছিল। ২০১৩ সালে এটির সংস্কার করা হয়। সেই সময়ে কিছু খোঁড়াখুঁড়ি হয়েছিল। তারপর থেকেই 'তেল' বেরোতে শুরু করেছে। অনেকের অনুমান, মাটির নীচ থেকেই উঠতে এই 'তেল'। যদিও এটি আদতে তেল কিনা তা নমুনা পরীক্ষার পরই জানা যাবে।