শেষ আপডেট: 25th September 2023 11:16
দ্য ওয়াল ব্যুরো: সমাজের রন্ধ্রে রন্ধ্রে কীভাবে ঘৃণা ছড়িয়ে পড়ছে তারই এক প্রতিফলন দেখা গিয়েছিল গত মাসে। একটি স্কুলের শিক্ষিকা এক মুসলিম ছাত্রকে (Muzaffarnagar muslim student) থাপ্পড় মারার নির্দেশ দিয়েছিলেন ক্লাসের হিন্দু ছাত্রদের। উত্তরপ্রদেশের সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই শিউরে উঠেছিলেন সকলে। এবার সেই ন্যাক্কারজনক ঘটনাটিতে তীব্র প্রতিক্রিয়া জানাল সুপ্রিম কোর্ট। ঘটনাটির অভিযোগ সত্য হলে তা 'বিবেকে ধাক্কা লাগা উচিত' বলে জানিয়েছে আদালত।
সুপ্রিম কোর্ট (supreme court) নির্দেশ দিয়েছে, একজন সিনিয়র আইপিএস অফিসারের তদারকিতে সংশ্লিষ্ট ঘটনাটির তদন্ত করতে হবে। ‘গুরুতর এবং উদ্বেগজনক’ ঘটনাটি 'জীবনের অধিকারের বিষয়' বলে উল্লেখ করেছে সর্বোচ্চ আদালত। একইসঙ্গে সুপ্রিম কোর্ট যোগী সরকারকে পেশাদার মনস্তত্ববিদদের দিয়ে নিগৃহীত পড়ুয়া এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ছাত্রদের কাউন্সেলিং করার নির্দেশ দিয়েছে। এখানেই শেষ নয়, উত্তরপ্রদেশ সরকারকে ওই শিক্ষার্থীদের কাউন্সেলিং সম্পর্কে একটি রিপোর্ট পেশ এবং ভুক্তভোগী শিশুর শিক্ষার দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩০ অক্টোবর ফের ঘটনাটির শুনানি হবে। আদালতের যাবতীয় নির্দেশ নির্দিষ্ট তারিখের মধ্যে কার্যকরী করতে হবে।
প্রসঙ্গত, গত ২৫ অগস্ট উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের (Muzaffarnagar school) একটি ভিডিও ভাইরাল হয়েছিল। ভিডিওতে দেখা যায়, স্কুলের এক শিক্ষিকা এক মুসলিম ছাত্রকে থাপ্পড় মারার জন্য হিন্দু ছাত্রছাত্রীদের উৎসাহ জুগিয়ে চলেছেন। আর শিক্ষিকার কথা মতো সাত বছরের ওই পড়ুয়ার গালে থাপ্পড় মারতে থাকে ক্লাসের অন্যান্য ছাত্ররা। ঘটনাটির ভিডিয়ো ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে দেশজুড়ে।
ঘটনাটির দ্রুত তদন্তের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী। এই ঘটনা বর্ণ, ধর্ম বা লিঙ্গের ভিত্তিতে কোনও বৈষম্য ছাড়াই ১৪ বছর বয়স পর্যন্ত শিশুদের উচ্চ মানের, বিনামূল্যে, বাধ্যতামূলক শিক্ষা দেওয়ার ক্ষেত্রে উত্তরপ্রদেশ সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করে সর্বোচ্চ আদালত।
গত ৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট মামলাটিতে জেলা পুলিশ সুপারের কাছে রিপোর্ট চেয়ে উত্তরপ্রদেশ সরকারকে নোটিস জারি করেছিল। ঘটনাটিতে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা এবং শিশুটির পরিবারকে রক্ষা করতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেবিষয়ে জানতে চেয়েছিল। যদিও উত্তরপ্রদেশ সরকার দাবি করেছে, ঘটনাটিতে সাম্প্রদায়িক দিকটি অতিরঞ্জিত করা হয়েছে।
ডেঙ্গি মোকাবিলায় সমস্ত কর্মীর ছুটি বাতিল, শহরে জল জমছে কিনা দেখবে পুলিশও