শেষ আপডেট: 6th July 2023 04:26
দ্য ওয়াল ব্যুরো: একেই হয়ত বলে ওস্তাদের মার শেষ রাতে!
বক্সিং রিংয়ে না হোক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবার মুখোমুখি লড়াইয়ে দুই ডিজিটাল মিডিয়ার হর্তাকর্তা। ইলন মাস্ক ( Elon Musk) বনাম মার্ক জুকারবার্গ। মাস্কের টুইটারকে (Twitter) চ্যালেঞ্জ করতে আসছে জুকারবার্গের ‘থ্রেডস’। বলা বাহুল্য, টুইটারেরই বিকল্প আনতে চলেছে মেটার নতুন মাইক্রোব্লগিং সাইট। আজ, ৬ জুলাই মেটা লঞ্চ করবে থ্রেডস (Threads)।
ইলন মাস্ক এদিকে টুইটারে কাঁচি চালাচ্ছেন, টুইটের সংখ্যা কমাচ্ছেন, আর ওদিকে তেড়েফুঁড়ে উঠেছেন জুকারবার্গ। টুইটারের টালমাটাল অবস্থায় তাকে টেক্কা দিতেই টেক্সট-বেসড সোশ্যাল নেটওয়ার্ক অ্যাপ তৈরি করেছে মেটা।
মেটার তরফে এক মুখমাত্র জানিয়েছেন, টেক্সট শেয়ারিংয়ের জন্য এই নতুন সোশ্যাল নেটওয়ার্ক আনতে চলেছেন তাঁরা। এই অ্যাপে ক্রিয়েটর থেকে শুরু করে পাবলিক ফিগার, সকলেই নিজেদের পছন্দের বিষয়ে আপডেট দিতে পারবেন।
জানা গেছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়েই থ্রেডস-এ লগইন করতে পারবেন ব্যবহারকারীরা। থ্রেডস আসলে ইনস্টাগ্রামের 'টেক্সট বেসড কনভারসেশন অ্যাপ'। একই 'ইউজার নেম' দিয়ে এই প্ল্যাটফর্ম থেকেও থ্রেডসের পোস্ট দেখা যাবে। টুইটারের মতোই থ্রেডস অ্যাপেও পোস্টে লাইক দেওয়া, রিপোস্ট করা, রিপ্লাই করা এবং শেয়ার করার সুযোগ রয়েছে। ব্যবহারকারীর ছবি ছোট আকারে বৃত্তাকারভাবে দেখা যাবে এবং টুইটারের মতো নীল টিকও থাকবে এতে। মোদ্দা কথা, টুইটারাইটরা এবার থ্রেডসে মন খুলে পোস্ট করা বা পোস্ট শেয়ার করতে পারবেন। টুইটারের মতো এই অ্যাপে পোস্ট করার বা পোস্ট পড়ার কোনও নির্দিষ্ট সীমা থাকবে না।
টুইটের সংখ্যায় কাঁচি, টুইটারে দিনে কটা পোস্ট পড়া যাবে নির্দিষ্ট করে দিলেন মাস্ক
টুইটার অধিগ্রহণ করার পর থেকে একের পর এক বদল ঘটিয়ে চলেছেন ইলন মাস্ক। এবার টুইটার পোস্ট দেখার ক্ষেত্রেও নতুন ফরমান জারি হয়েছে। মাস্ক জানিয়েছেন, টুইটারের ভেরিফায়েড অ্যাকাউন্টের (Verified Account) ব্যবহারকারীরা দিনে ৬ হাজার পোস্ট পড়তে পারবেন। অন্যদিকে, যাদের অ্য়াকাউন্ট ভেরিফায়েড নয়, তারা সারাদিনে ৬০০টি করে টুইট পড়তে পারবেন, এর বেশি নয়। একদম নতুন যে আন-ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টগুলি রয়েছে, সেগুলি থেকে দিনেক ৩০০টি করে টুইট পোস্ট দেখা যাবে। এই নয়া ফরমান জারির পরেই বিপাকে পড়েছেন মাস্ক। টুইটারাইটরা ভীষণ রেগে গেছেন। নতুন নিয়মে ইচ্ছামতো টুইট করা তো দূর, টুইট পড়াও যাবে না। অনেক টুইটার ইউজারই নতুন নিয়ম জারির পরে বলেছিলেন, “তাহলে আর টুইটারে থেকে লাভ কি!” এরপরেই মেটা তাদের নতুন মাইক্রোব্লগিং অ্যাপ বাজারে নিয়ে আসছে। এখন দেখার, থ্রেডস টুইটারকে দশ গোল দিতে পারে কিনা!