Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
পচা খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ! শিব সেনা বিধায়কের মারধরের পর লাইসেন্স বাতিল ক্যান্টিনের'মমতার নামে দুর্নীতির মামলা নেই,' দিল্লিতে বৈঠক সেরে সাংবাদিকদের প্রশ্নে বললেন দিলীপহাসিনাকে নিয়ে বিবিসি'র রিপোর্ট অসত্য, বিকৃত, এআই দিয়ে তৈরি, দাবি আওয়ামী লিগেরগুজরাতে সেতু ভেঙে নদীতে পড়ল গাড়ি, মৃত বেড়ে ১১, শোকপ্রকাশ ইউনুসের'২১ জুলাই এখন শহিদ দিবস নয়, হয়ে উঠেছে পিকনিক দিবস,' কটাক্ষ অধীর চৌধুরীর২ বাংলায় কি একই সময় ভোট? বাংলাদেশের প্রধান উপদেষ্টার কথায় জল্পনা, ভালমন্দ নিয়ে চর্চা শুরু এবার ভারতে পরিষেবা দেবে মাস্কের স্টারলিঙ্ক! গ্রামেও মিলবে হাইস্পিড ইন্টারনেটকোচিং নয়, এবার কোর্টের ডাক! কর ফাঁকির অপরাধে কার্লো অ্যান্সেলোত্তিকে হাজতবাসের নির্দেশ ‘স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করলে চুপ থাকব?’, ডাক্তার নিগ্রহের অভিযোগ উঠতেই বিস্ফোরক কাঞ্চনরাজন্যার বিরুদ্ধে সরব বৈশালী, বললেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দলকে কালিমালিপ্ত করছে’
Murshidabad News

খেতের পাট নষ্ট হওয়ায় বচসা, চলল গুলি, উত্তপ্ত মুর্শিদাবাদের নওদা

আজিজকে বাঁচাতে গিয়ে আহত হন তার কাকা আজিজুল মণ্ডল। হাঁসুয়ার কোপে গুরুতর জখম আজিজুলকে নওদা ব্লকের আমতলা হাসপাতালে ভর্তি করা হয়। আজিজের আঘাতও গুরুতর।

খেতের পাট নষ্ট হওয়ায় বচসা, চলল গুলি, উত্তপ্ত মুর্শিদাবাদের নওদা

হাসপাতালে নিয়ে যাওয়া হল আহতদের

শেষ আপডেট: 5 June 2025 07:52

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ফের গুলি চলল মুর্শিদাবাদে। বৃহস্পতিবার সকালে নওদা থানার কোদালকাটি গ্রামে গুলিতে আহত হয়েছেন একজন। জমির ফসল নষ্ট হওয়াতেই ঝামেলার সূত্রপাত বলে দাবি।

বৃহস্পতিবার সকালে নওদা থানার কোদালকাটি গ্রামে জমির পাট নষ্ট হওয়াকে কেন্দ্র করে দু-পক্ষের গন্ডগোল বাঁধে। অভিযোগ, গ্রামের বাসিন্দা আজিজ মণ্ডলের পাটের জমির কিছু পাট নষ্ট করা হয়। নিজের জমির পাট নষ্ট দেখে গালিগালাজ শুরু করে আজিজ মণ্ডল। অভিযোগ, গন্ডগোল বাঁধলে আজিজের ওপর হামলা চালায় একদল দুষ্কৃতী। আজিজকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ধারালো হাঁসুয়া নিয়েও তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীরা।

আজিজকে বাঁচাতে গিয়ে আহত হন তার কাকা আজিজুল মণ্ডল। হাঁসুয়ার কোপে গুরুতর জখম আজিজুলকে নওদা ব্লকের আমতলা হাসপাতালে ভর্তি করা হয়। আজিজের আঘাতও গুরুতর। পরবর্তীতে তাঁদের শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় দুজনকেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই ঘটনায় একজনকে আটক করেছে নওদা থানার পুলিশ।
 


ভিডিও স্টোরি