আজিজকে বাঁচাতে গিয়ে আহত হন তার কাকা আজিজুল মণ্ডল। হাঁসুয়ার কোপে গুরুতর জখম আজিজুলকে নওদা ব্লকের আমতলা হাসপাতালে ভর্তি করা হয়। আজিজের আঘাতও গুরুতর।
হাসপাতালে নিয়ে যাওয়া হল আহতদের
শেষ আপডেট: 5 June 2025 07:52
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ফের গুলি চলল মুর্শিদাবাদে। বৃহস্পতিবার সকালে নওদা থানার কোদালকাটি গ্রামে গুলিতে আহত হয়েছেন একজন। জমির ফসল নষ্ট হওয়াতেই ঝামেলার সূত্রপাত বলে দাবি।
বৃহস্পতিবার সকালে নওদা থানার কোদালকাটি গ্রামে জমির পাট নষ্ট হওয়াকে কেন্দ্র করে দু-পক্ষের গন্ডগোল বাঁধে। অভিযোগ, গ্রামের বাসিন্দা আজিজ মণ্ডলের পাটের জমির কিছু পাট নষ্ট করা হয়। নিজের জমির পাট নষ্ট দেখে গালিগালাজ শুরু করে আজিজ মণ্ডল। অভিযোগ, গন্ডগোল বাঁধলে আজিজের ওপর হামলা চালায় একদল দুষ্কৃতী। আজিজকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ধারালো হাঁসুয়া নিয়েও তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীরা।
আজিজকে বাঁচাতে গিয়ে আহত হন তার কাকা আজিজুল মণ্ডল। হাঁসুয়ার কোপে গুরুতর জখম আজিজুলকে নওদা ব্লকের আমতলা হাসপাতালে ভর্তি করা হয়। আজিজের আঘাতও গুরুতর। পরবর্তীতে তাঁদের শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় দুজনকেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই ঘটনায় একজনকে আটক করেছে নওদা থানার পুলিশ।