শেষ আপডেট: 15th February 2025 12:42
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: কুম্ভমেলায় মিশেছে গোটা ভারত। পুণ্য সঞ্চয়তো আছেই, রুটিরুজির জন্যেও কত মানুষের আনাগোনা সেখানে। সেই ভিড়েই বাড়তি কিছু রোজগারের আশায় গিয়েছিলেন শামসেরগঞ্জের রঞ্জন বিশ্বাস (৫০)। আর বাড়ি ফেরা হল না তাঁর।
শামসেরগঞ্জ থানার নিমতিতার বাসিন্দা রঞ্জন বিশ্বাস। বাড়ির কাছেই চা বিক্রি করতেন তিনি। আরেকটু বেশি রোজগারের আশায় এক সপ্তাহ আগে বৃহস্পতিবার কুম্ভে রওনা হয়েছিলেন তিনি। এক সপ্তাহ সেখানে থেকে চা বিক্রি করেন। পরশু বৃহস্পতিবার একটি মোটর সাইকেলের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। এই খবর এসে পৌঁছতেই পরিবারে শোকের ছায়া নামে।
স্থানীয় সুত্রে পরিবারের লোকজন জানতে পারেন ওই দিন মেলায় চা বিক্রি করে এসে চায়ের বাসনপত্র ধোয়ার জন্য বেরিয়েছিলেন। তখন একটি মোটরসাইকেল তাকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু ডাক্তাররা চেষ্টা করেও তাঁর প্রাণ বাঁচাতে পারেননি। রাতেই তাঁর মৃত্যু হয়।
নিমতিতার বাড়িতে রঞ্জনবাবুর মা-বাবা-স্ত্রী ও ছেলে-মেয়ে রয়েছে। রঞ্জনবাবুই ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে। তার মৃত্যুর খবর আসতেই তাই দিশাহারা হয়ে পড়েছেন পরিবারের লোকজন। মহাকুম্ভ থেকে তাঁর দেহ ফিরিয়ে আনার চেষ্টা চলছে।