শেষ আপডেট: 2nd November 2024 15:22
দ্য ওয়াল ব্যুরো: আলিপুরদুয়ারের ফালাকাটায় পাঁচ বছরের শিশুকে কি গণধর্ষণের পর খুন করা হয়েছিল? ওই ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে গ্রামবাসীদের গণপিটুনিতে শুক্রবারই মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উন্মত্ত জনতার হাতে আক্রান্ত হয়েছিল পুলিশও।
শিশুকে ধর্ষণ খুনের পাশাপাশি হামলার ঘটনায় পুলিশের তরফে শুক্রবারই মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছিল। শনিবার সকালে ওই ঘটনায় থানায় আত্মসমর্পণ করে এক ব্যক্তি। এরপরই সামনে আসছে গণধর্ষণের তত্ত্ব। যদিও এ ব্যাপারে পুলিশের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
অন্যদিকে শিশুকে ধর্ষণ খুনের ঘটনায় নতুন করে আরও একজন আত্মসমর্পণ করতেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে রাস্তা আটকে বিক্ষোভ শুরু করেছেন স্থানীয়েরা। স্লোগান উঠেছে ‘উই ওয়ান্ট জাস্টিস’।
গোটা ঘটনাকে কেন্দ্র করে ক্রমেই উত্তেজনা বাড়ছে এলাকায়।
প্রসঙ্গত, শুক্রবার সন্ধেয় উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হয়েছিলেন স্থানীয় জটেশ্বর ফাঁড়ির ওসি অসীম মজুমদার-সহ পুলিশের কয়েকজন কর্মী। ওই ঘটনা মাথায় রেখে জেলা থেকে বাড়তি ফোর্স যাচ্ছে সংশ্লিষ্ট থানায়।
স্থানীয় সূত্রের দাবি, নির্যাতিতা শিশুর মা-বাবা দুজনেই শুক্রবার ক্ষেতে কাজ করছিলেন। মেয়েটি অদূরে দাঁড়িয়েছিল। সে সময় জিলিপি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে স্থানীয় এক যুবক তাকে নিয়ে যায় বলে অভিযোগ। এর কিছু পরেই পুকুর পাড় থেকে শিশুটির দেহ উদ্ধার হয়। অভিযোগ, ধর্ষণের পর খুন করা হয়েছে।
এরপরই অভিযুক্তকে ধরে গণপিটুনি দেয় একাংশ উন্মত্ত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উন্মত্ত জনতার রোষের মুখে পড়ে পুলিশও।