Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা একটা সুন্দর অনুভূতি', সন্তান আগমনের খবরে আর কী বললেন রাজকুমার রাও?আলোর ঝলকানি আর শরীরে শুধু সাদা মনোকিনি, ফটোশুটে নজর কাড়লেন প্রজ্ঞা জয়সওয়ালএসএনইউ-তে স্বাস্থ্যবিজ্ঞান পাঠে নতুন শিক্ষা পদ্ধতি, কেন এই কোর্স সম্ভাবনাময়বর্ষাকাল শুরু হলেই পেটের সমস্যা সঙ্গী! কী করবেন, কোনটা এড়িয়ে চলবেন - পরামর্শ দিলেন চিকিৎসকবর্ষায় ইলিশের বাহার, কলকাতার সেরা পাঁচতারা হোটেলে শুরু 'হিলসা ফেস্টিভ্যাল', কবে কোথায়?এখন শুধু নেগেটিভ আর ন্যারেটিভ, পজিটিভটা কেউ বলে না! শিল্পান্নর উদ্বোধনে বললেন মমতানিম্নচাপ কিছুটা সরলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ, বাড়বে ভোগান্তি'ওঁকে অসুস্থ বলে মনে হচ্ছে, ভয়ানক লাগছে’, করণের চেহারা দেখে উদ্বেগে নেটপাড়াশরীরের একদিকে ব্লেজার, আরেক দিকে শুধুই ব্রা! প্রিয়াঙ্কার ফটোতে কমেন্ট আসছে 'উফ! সো... হট'বিশ্বমঞ্চে মোস্টলি সেন! টাইমসের ‘ডিজিটাল কণ্ঠ’-র তালিকায় একমাত্র ভারতীয় প্রাজক্তা

'মুমকিন হ্যায়'! মেগা র‍্যালিতে বিজেপিকে তীব্র আক্রমণ প্রিয়ঙ্কার

দ্য ওয়াল ব্যুরো : মানুষের ভাবাবেগকে গুরুত্বই দেয় না কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন সরকার। দিল্লির রামলীলা ময়দানে ভাষণে একথা বললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী। দলের 'ভারত বাঁচাও' সমাবেশে তিনি বলেন, "আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি

'মুমকিন হ্যায়'! মেগা র‍্যালিতে বিজেপিকে তীব্র আক্রমণ প্রিয়ঙ্কার

শেষ আপডেট: 14 December 2019 03:46

দ্য ওয়াল ব্যুরো : মানুষের ভাবাবেগকে গুরুত্বই দেয় না কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন সরকার। দিল্লির রামলীলা ময়দানে ভাষণে একথা বললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী। দলের 'ভারত বাঁচাও' সমাবেশে তিনি বলেন, "আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন। আমরা যদি এখনও একজোট না হই, তাহলে খুব শীঘ্র এই সরকার বাবাসাহেবের সংবিধানকে ধ্বংস করবে।" পরে তিনি বলেন, "বিজেপি সরকারের ছয় বছর পূর্ণ হল। কর্মসংস্থানের বদলে অনেক চাকরি নষ্ট হয়েছে। জিএসটি-র জন্য ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেক শিল্প বন্ধ হয়ে যাচ্ছে।" লোকসভা নির্বাচনের আগে বিজেপির স্লোগান ছিল, 'মোদী হ্যায় তো মুমকিন হ্যায়'। অর্থাৎ মোদী ক্ষমতায় থাকলে সবই সম্ভব। সেই স্লোগানকে কটাক্ষ করে প্রিয়ঙ্কা বলেন, "বিজেপি ক্ষমতায় থাকলে কোটি কোটি চাকরির সুযোগ নষ্ট হবে, লক্ষ লক্ষ কৃষক বিপদগ্রস্ত হবেন, সরকারি কারখানা বিক্রি হবে। মোদী থাকলে এগুলিই সম্ভব হয়।'' এদিন কংগ্রেসের মেগা র‍্যালিতে উপস্থিত ছিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শুক্রবার ওই সমাবেশের কথা ঘোষণা করে রাহুল বলেন, "আমরা বিজেপি সরকারের একনায়কত্বের প্রতিবাদ করব। এই সরকারের আমলে অর্থনীতিকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে পাঠিয়ে দেওয়া হয়েছে।" দিল্লি কংগ্রেসের সভাপতি সুভাষ চোপড়া দাবি করেন, শুধু রাজধানী থেকেই ৫০ হাজার মানুষ সমাবেশে যাবেন। দলের দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং হরিয়ানার নেতাদের বলা হয়েছে, রামলীলা ময়দানে সমর্থকদের জড়ো করতে। সব মিলিয়ে লক্ষাধিক মানুষ জড়ো হবেন বলে মনে করা হচ্ছে। বিদেশে যাঁরা কংগ্রেসের সমর্থক আছেন, তাঁরাও এদিন 'ভারত বাঁচাও' দাবিতে নানা শহরে এদিন বিক্ষোভ দেখাবেন। ওভারসিজ কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, 'আমরা বিভেদকামী মনোভাব, ঔদ্ধত্য ও অযোগ্যতার বিরুদ্ধে সারা বিশ্বে বার্তা দিতে চাই।'

ভিডিও স্টোরি