শেষ আপডেট: 10th January 2023 13:14
দ্য ওয়াল ব্যুরো: মুম্বাই বিমানবন্দরে (Mumbai Airport) এক ব্যক্তির কাছ থেকে ২৮ কোটি টাকার কোকেন (Cocaine) বাজেয়াপ্ত করলেন রাজস্ব দফতরের আধিকারিকরা। উদ্ধার হওয়া কোকেনের পরিমাণ প্রায় তিন কেজি বলে জানা গেছে।
সূত্রের খবর, গত ৯ জানুয়ারি একটি ডাফল ব্যাগে করে বিপুল পরিমাণ কোকেন নিয়ে মুম্বইতে আসেন ওই ব্যক্তি। বিমানবন্দরে তল্লাশি চলাকালীন তাঁর ব্যাগ থেকে ২.৮১ কেজি মাদক উদ্ধার করেন রাজস্ব দপ্তরের আধিকারিকরা, যার বাজারমূল্য ২৮ কোটি ১০ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।
একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তির ব্যাগটি ছিঁড়ে ফেলে তল্লাশি চালানো হচ্ছে। আর তখনই ব্যাগের ভিতর বিভিন্ন স্তরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ওই বিপুল পরিমাণ মাদক পাওয়া যায়, যা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে।
https://twitter.com/ANI/status/1612657329870368768?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1612657329870368768%7Ctwgr%5Ea3651d8c54cbda3db5eb302119cdfcd17694962c%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Fmumbai-news%2Fwatch-mumbai-man-caught-with-rs-28-crore-cocaine-says-was-honey-trapped-3678722
সূত্রের খবর, ওই ব্যক্তি জেরায় পুলিশকে জানিয়েছেন, তাঁকে হানি ট্র্যাপে ফেলে ব্ল্যাকমেল করে মাদক পাচার করতে বাধ্য করা হয়েছিল। সোস্যাল মিডিয়ার মাধ্যমে একজনের সঙ্গে আলাপ হয়েছিল তাঁর। তিনিই তাঁকে এই কাজ করতে রাজি করিয়েছিলেন বলে পুলিশকে জানিয়েছেন ওই ব্যক্তি।
প্রসঙ্গত, গত সপ্তাহে মুম্বাই বিমানবন্দরেই ২ আলাদা ব্যক্তির কাছ থেকে মোট ৪৭ কোটি টাকার কোকেন এবং হেরোইন বাজেয়াপ্ত করেছিল রাজস্ব দফতর। দুজনকেই মাদক পাচার আইনে গ্রেফতার করা হয় সেই ঘটনায়। দুই যাত্রীর কাছ থেকে আলাদা আলাদাভাবে ৪.৪৭ কেজি হেরোইন এবং ১.৫৯৬ কেজি কোকেন উদ্ধার করা হয়। এঁদের মধ্যে একজন কেনিয়া থেকে এবং অপরজন ইথিওপিয়া থেকে মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছিলেন বলে জানিয়েছে পুলিশ।
উলুবেড়িয়ায় সিপিএমের কর্মসূচিতে ধুন্ধুমার, বিডিও অফিসের গেট ভেঙে ঢুকলেন কর্মীসমর্থকরা