শেষ আপডেট: 5th May 2024 17:23
দ্য ওয়াল ব্যুরো: তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করল পুলিশ। শনিবার অভিজিতের মনোনয়ন জমা দেওয়ার সময়ে উত্তেজনা ছড়ায়। সেই ঘটনার প্রেক্ষিতে পুলিশের দ্বারস্থ হয়েছে তৃণমূল শিক্ষক সংগঠন।
শনিবার রোড শো করে মনোনয়ন জমা দিতে যান প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী। সেইসময়ই চাকরিহারাদের ধর্নামঞ্চ থেকে 'চোর' স্লোগান আসতে থাকে। পাল্টা বিজেপি কর্মীরা 'চোর চোর' স্লোগান দেয়। এরপরই দু'পক্ষের মধ্যে কার্যত হাতাহাতি শুরু হয়ে যায়। ঘটনাস্থলে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। এই ঘটনায় অভিজিতের বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল শিক্ষক সংগঠন।
পুলিশ সূত্রের খবর, অভিজিতের বিরুদ্ধে খুনের চেষ্টা, মহিলাদের সম্ভ্রমহানি, মারধর সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, পুরোটাই তৃণমূলের চক্রান্ত।
শনিবার অভিজিতের রোড শো যখন তমলুকের হসপিটাল মোড়ে এসে পৌঁছয় তখনই আমচকা উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, চাকরিহারাদের ধর্নামঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে চোর স্লোগান আসতেই পাল্টা চড়াও হন বিজেপি কর্মীরা। চাকরিহারাদের দিকে ইট ছুড়ে হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। শুভেন্দু অধিকারী এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের র্যালি থেকে ইট মারার অভিযোগ সরব হয়েছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। যদিও সেই অভিযোগ মানতে নারাজ বিজেপি।
পাল্টা বিজেপির অভিযোগ, তাদের তরফে কোনও হামলা করা হয়নি। বরং শান্তিপূর্ণভাবে মিছিল চলার সময়েই তৃণমূল অযথা অশান্তি তৈরির চেষ্টা করে। আচমকাই তৃণমূলের লোকজন 'অভিনয়' করে বলে দাবি গেরুয়া শিবিরের।
এদিকে যারা ধর্নামঞ্চে বসে আছেন তাঁদের কারোর চাকরি যায়নি বলে দাবি করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, "ওরা ডামি। সকলেই তৃণমূল কর্মী। আমাদের এত বড় মিছিল দেখে ওরা ভয় পেয়ে গেছে। তাই এই বিশৃঙ্খলা তৈরি করে।" বিজেপির তরফে কেউ ইট-পাটকেল ছোড়েননি বলেও জানান তিনি।
ওই ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। শেষে নিমতৌড়ির দিকে বিজেপির মিছিল এগিয়ে যায়। ফের রোড শো করে মনোনয়ন জমা দিতে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে অভিজিতের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ায় এবার ঘটনাটি নতুন মোড় নিল।