প্রতীকী ছবি
শেষ আপডেট: 5th December 2024 20:33
দ্য ওয়াল ব্যুরো: উপলক্ষ্য দরকার। সে উৎসব হোক বা দুর্যোগ, ট্রেন বাতিল রোগ যেন থামছেই না। শনি-রোববার ফের ট্রেন বাতিল। ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা শিয়ালদহে।
চলতি বছরের কয়েক মাসে লাগাতার ট্রেন বাতিলের ছবি দেখা গিয়েছে হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে। কারণ হিসেবে কখনও দেখানো হচ্ছে সিগন্যালিংয়ের কাজ, কখনও ওভারহেডের কাজ, হ্যানত্যান।
এবার ট্রেন বাতিলের কারণ হিসেবে রেলের তরফে বলা হচ্ছে, কালীনারায়ণপুর স্টেশনে কাজ হচ্ছে। আর তাই বেশ কিছু লোকাল ট্রেন বাতিলের পাশাপাশি ট্রেনের সময়ও এদিক-ওদিক করা হচ্ছে।
দেখে নিন, বাতিলের তালিকায় কোন কোন ট্রেন রয়েছে।
রেলের তরফে বলা হয়েছে,
শিয়ালদহ থেকে শান্তিপুর: আপ ৩১৫৩৯/ ডাউন ৩১৫৩৮
শিয়ালদহ থেকে কৃষ্ণনগর: আপ ৩১৮৪৩ / ডাউন ৩১৮৩৮
শিয়ালদহ থেকে লালগোলা: আপ ০৩১৯১/ ডাউন ০৩১৯০
রানাঘাট থেকে কৃষ্ণনগর: আপ ৩১৭২১, ৩১৭২৩ / ডাউন ৩১৭২২
শিয়ালদহ থেকে কৃষ্ণনগর: আপ ৩১৮১১/ ডাউন ৩১৮১২, ৩১৮১৬
রানাঘাট থেকে শান্তিপুর: আপ ৩১৭৮৫/ ডাউন ৩১৭৮৮
রানাঘাট থেকে লালগোলা: আপ ৩১৭৬৫/ ডাউন ৩১৭৬৮
শিয়ালদহ থেকে শান্তিপুর: আপ ৩১৫১১/ ডাউন ৩১৫১৪
এ তো গেল বাতিলের তালিকা। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ ও সময়সীমাও নিয়ন্ত্রণ করা হচ্ছে। রবিবার সেই তালিকায় থাকছে ০৩১৭১ শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জার স্পেশাল। অন্যদিকে, শনিবার ৩১৫৪১ শিয়ালদহ-শান্তিপুর লোকাল, ৩১৫১২ শান্তিপুর-শিয়ালদহ লোকাল।