শেষ আপডেট: 22nd July 2023 19:15
দ্য ওয়াল ব্যুরো: এভাবেই স্বপ্নপূরণ হয়ে থাকে। এভাবেই স্বপ্ন মেলে বাস্তবের মাটিতে। যে ছেলেটি বিহারের গোপালগঞ্জ থেকে কলকাতায় এসেছিলেন সিএবি-র ট্রায়াল দিতে। যিনি ইডেনে এসে প্রথম তিনদিন ট্রায়ালের জন্য ডাকি পাননি। তাঁকে হেনস্থা করা হয়েছিল। বারবার ফিরিয়ে দেওয়া হলেও বাবুঘাট থেকে বিহার যাওয়ার বাসে উঠে পড়েননি। বরং দিনের পর দিন পড়ে থেকেছেন, দিয়েছেন ধৈর্য্যের পরীক্ষা।
সেই মুকেশ কুমার (Mukesh Kumar) শনিবার ওয়েস্ট ইন্ডিজের (India Vs West Indies) বিরুদ্ধে টেস্টে প্রথ উইকেট পাওয়ার পরে সতীর্থদের ভালবাসায় হারিয়ে গেলেন। অতি আনন্দে বিরাট কোহলির কোলে উঠে পড়লেন। বিরাটও নবাগতকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন।
কলকাতা ময়দানে প্রথম ক্লাব কালীঘাট। তারপর শিবপুর ইনস্টিটিউট। বাবা বিহারের ক্যাব চালক। মা গৃহবধূ। ক্যারিবিয়ান সফরে দলে ডাক পেয়ে হোটেল ঘর থেকেই মা-কে ভিডিও কলে বলেছিলেন, ‘মা তুমি এতদিন শুধু আমার জন্য ঈশ্বরকে ডেকে গিয়েছ, আজ তোমার ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে বলো তোমার ছেলে আজ ভারতীয় দলে সুযোগ পেয়েছে।’
মুকেশের ওই ভিডিও কল আবার বিসিসিআই নিজেদের অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছে। ময়দানে যে ক্রিকেটারকে খেপ খেলে দেশের বাড়িতে টাকা পাঠাতে হতো। সেই মুকেশ কুমার বাংলার হয়ে রঞ্জি খেলছেন বছর ছয়েক হয়ে গেল।
মুকেশ এদিন অফস্টাম্পের অনেকটা বাইরের বল করেছিলেন। কাট করতে চেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের অভিষেককারী ব্যাটার কার্ক ম্যাকেঞ্জি। ভুল টাইমিংয়ে কিপার ঈশান কিষাণের হাতে জমা পড়তেই মুকেশের উচ্ছ্বাস। প্রথম টেস্ট উইকেট বলে কথা! সাফল্যে প্রথমে দৌড়ে এলেন বিরাট। তরুণ পেসারের মাথায় হাত রেখে তাঁকে ভরসা দিলেন। তারপর বাকিরা ছুটে এসে মুকেশের পিঠ চাপড়ে দিলেন। আজ কঠিন লড়াই সফল হল বিহারের ছেলেটির। মুকেশ এখন বাংলারও ছেলে!