শেষ আপডেট: 20th September 2023 16:42
দ্য ওয়াল ব্যুরো: ধনকুবের মুকেশ আম্বানি (Mukesh Ambani) বিশ্বের সেরা ধনীদেরও অন্যতম। মুম্বইতে আল্টামাউন্ট রোডে তাঁর বাড়ি অ্যান্টিলিয়ার কথা জানে গোটা বিশ্ব। এ বার ব্রিটেনে আস্ত একটা প্রাসাদ কিনে ফেললেন রিল্যায়ান্স সুপ্রিমো। ব্রিটেনের বিখ্যাত স্টোক পার্ক (Stoke Park) যেখানে দুটি জেমস বন্ড সিনেমার শ্যুটিং হয়েছিল তার মালিক এখন ভারতের অন্যতম ধনী ব্যক্তি। ৬০০ কোটি টাকা দামে সেই প্রাসাদে কী নেই।
বাকিংহ্যামশায়ারের স্টোক পার্কের ইতিহাস প্রায় ৯০০ বছরের পুরনো। লন্ডন শহরের প্রাণকেন্দ্র থেকে ৩০ কিলোমিটার দূরের ৯০০ বছরের প্রাচীন এই প্রাসাদ আগে বসবাসের জন্য ব্যবহৃত হলেও ১৯০৮ সাল থেকে কানট্রি ক্লাব হিসেবে ব্যবহৃত হত। প্রায় ৩০০ একরের ওই এলাকা এক সম্ভ্রান্ত ব্রিটিশ পরিবারের সম্পত্তি ছিল। ১৫৮১ সালে তা কিনে নেয় ব্রিটিশ রাজপরিবার।
স্টোক পার্কের সুবিশাল প্রাসাদ, সাজানো বাগান, গল্ফ ক্লাব, টেনিস কোর্ট ইত্যাদি রাজা তৃতীয় জর্জের আমলে তৈরি হয়। তাঁর সময়েই বিখ্যাত স্থাপত্যবিদ জেমস ওয়াট ওই প্রাসাদের নকশা তৈরি করেন। তবে বর্তমানে এটি বিলাসবহুল হোটেল, আন্তর্জাতিক মানের গল্ফ কোর্স হিসেবে ব্যবহৃত হয়। তাছাড়া এখানকার প্রায় ১৪ একর জুড়ে সাজানো বাগানও পর্যটকদের বিশেষ আকর্ষণের জায়গা।
এই প্রাসাদে জেমস বন্ডের দু’টি ছবি ‘গোল্ডফিঙ্গার’ (১৯৬৪) এবং ‘টুমরো নেভার ডাই’ (১৯৯৭)-এর শ্যুটিং হয়েছে। তারপর থেকেই স্টোক পার্ক বিশ্বের ধনী ব্যক্তিদের ছুটি কাটানোর জায়গা হয়ে ওঠে। আম্বানি পরিবারও বহুবার ছুটি কাটাতে স্টোক পার্কে গিয়েছিলেন। তারপর গোটা প্রাসাদটাই কিনে ফেলার সিদ্ধান্ত নেন মুকেশ।
এই প্রাসাদের অন্দরমহল না দেখলে বিশ্বাসই করা যাবে না। এর স্থাপত্য চোখ ধাঁধিয়ে দেবে। শোওয়ার ঘরই রয়েছে ৪৯ খানা। এ ছাড়াও রয়েছে ছোটখাট একটা হাসপাতাল যার দায়িত্বে রয়েছেন এক ব্রিটিশ চিকিৎসক। একটি পাঁচতারা মানের হোটেল এবং তিনটি রেস্তোরাঁ রয়েছে বাড়ির চৌহদ্দিতে। সেই সঙ্গে মুম্বইয়ের বাড়ি অ্যান্টিলিয়ার আদলে একটি মন্দিরও তৈরি করা হয়েছে। ওই প্রাসাদ চত্বরে রয়েছে ১৩টি টেনিস কোর্ট এবং ২৭ হোলের গল্ফ কোর্স।
গত কয়েক বছর ধরেই বিলাসবহুল সম্পত্তিটি বিক্রির চেষ্টা করছিল কিং পরিবার। হিথরো থেকে মাত্র ২০ মিনিট দূরত্বের স্টোক পার্ক বিক্রির জন্য তারা ২০১৮ সালে সিবিআরই-কে নিয়োগ করে। সুনীল মিত্তাল, হিন্দুজা পরিবার, লক্ষ্মী মিত্তাল, অনলজিৎ সিং, অনিল আগরওয়াল, অজয় পিরামলের মতো ভারতের শিল্পমহলের টাইকুনদের কাছে সিঙ্গাপুর ও দুবাইয়ের পর থাকার জন্য পছন্দের জায়গা লন্ডন।
ব্রিটেনে ইতিমধ্যেই ব্যবসা ছড়িয়েছে রিল্যায়ান্স (Mukesh Ambani)। ব্রিটিশ খেলনা খুচরো বিক্রেতা সংস্থা হ্যামলেজ ৬২০ কোটি টাকায় কিনেছে আম্বানিরা। মার্কস অ্যান্ড স্পেনসার এবং বিপি-র মতো ব্রিটিশ সংস্থার সঙ্গে রিল্যায়ান্সের যৌথ উদ্যোগ রয়েছে। আর এবার তো ব্রিটেনের অভিজাত ও প্রাচীন স্টোক পার্কের সঙ্গেই জুড়ে গেল ভারতীয় ধনকুবেরের নাম।
আরও পড়ুন: ৪৩৭ বছর পর পৃথিবীর অতিথি হয়ে আসছে ‘নিশিমুরা’, সবজে ধূমকেতু আলো ছড়াবে রাতের আকাশে