শেষ আপডেট: 25th June 2023 16:13
দ্য ওয়াল ব্যুরো: মুকেশ আম্বানি মুম্বইতে একটি মার্সিডিজ মেব্যাক (৬২) চড়েন। তাঁর কার ফ্লিটে রয়েছে একটি বিএমডব্লিউ ৭৬০(এলআই)। যেটার দাম আবার মেব্যাকেরও প্রায় তিন গুণ। আর আনন্দ মাহিন্দ্রা খোদ গাড়ি কোম্পানিরই মালিক। এহেন মুকেশ ও আনন্দ কিনা ওয়াশিংটনে গিয়ে বাস মিস করে উবার বুক করতে যাচ্ছিলেন। উবার হল অ্যাপ ক্যাপ। গোটা দুনিয়া জুড়ে উবরের পরিষেবা রয়েছে। কিন্তু কৌতূহলের বিষয় এও যে, মুকেশ বা আনন্দ মাহিন্দ্রার মোবাইলে উবার অ্যাপ ছিল?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের রাষ্ট্রীয় সফরে আমেরিকায় গিয়েছিলেন। আগেও প্রধানমন্ত্রী হিসাবে মোদী মার্কিন সফরে গিয়েছেন। কিন্তু এটা ছিল তাঁর প্রথম রাষ্ট্রীয় সফর। অর্থাৎ সরাসরি মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন ও তাঁর স্ত্রী তথা ফার্স্ট লেডি জিল বাইডেনের নিমন্ত্রণে আমেরিকা সফরে গিয়েছিলেন মোদী। এ হেন রাষ্ট্রীয় সফর আসলে দ্বিপাক্ষিক কূটনৈতিক অ্যাজেন্ডায় ঠাসা থাকে।
বিশ্বজুড়ে কূটনৈতিক সম্পর্কের এখন বারো আনা জুড়ে থাকে বাণিজ্য। তারপর আসে সেই বাণিজ্যর সুরক্ষার স্বার্থে কূটনৈতিক ও কৌশলগত বোঝাপড়া। তাই প্রধানমন্ত্রী তাঁর এই সফরে ভারতের শিল্পমহলের এক প্রতিনিধি দল নিয়ে গিয়েছিলেন। যাতে সামিল ছিলেন মুকেশ আম্বানি, আনন্দ মাহিন্দ্রা এবং নিখিল কামাথ। এঁরা প্রধানমন্ত্রীর এই সফরে সামিল হয়ে মার্কিন বাণিজ্য সচিব ও সেখানকার শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন। আবার মার্কিন শিল্পসংস্থাগুলির এক প্রতিনিধি দল ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
এ ধরনের বৈঠকে হোটেল থেকে নিজেদের গাড়ি নিয়ে যাওয়া যায় না। নিরাপত্তার বিষয়টি জড়িত থাকায় প্রোটোকল গাড়ির ব্যবস্থা করে। তারপর একস্থান থেকে অন্যস্থানে সেই গাড়ি, ভ্যান বা শাটল বাসে যেতে হয়।
ওয়াশিংটনে মুকেশ আম্বানি ও আনন্দ মাহিন্দ্রা শনিবার হোয়াইট হাউসে ভারত-মার্কিন ‘টেক হ্যান্ডশেক’ বৈঠকে সামিল হয়েছিলেন। সেখানে মুকেশ ও আনন্দ এবং বৃন্দা কাপুর মার্কিন বাণিজ্য সচিব জিনা রেইমন্ডোর সঙ্গে আলোচনায় এত মশগুল হয়ে যান যে খেয়াল থাকে না শাটল বাসের সময় হয়ে গিয়েছে। হোয়াইট হাউস থেকে বেরিয়ে দেখেন, মধ্যাহ্নভোজে যাওয়ার জন্য যে গ্রুপ শাটল বাসের ব্যবস্থা ছিল তা চলে গেছে। সেই মধ্যাহ্নভোজ তো আবার শুধু খাওয়াদাওয়া নয়, সেখানেও সাইডলাইন আলোচনা চলে।
I suppose this was what they would call a ‘Washington moment.’ After the tech handshake meeting yesterday, Mukesh Ambani, Vrinda Kapoor & I were continuing a conversation with the Secretary of Commerce & missed the group shuttle bus to the next lunch engagement. We were trying… pic.twitter.com/gP1pZl9VcI
— anand mahindra (@anandmahindra) June 25, 2023
আনন্দ মাহিন্দ্রা জানিয়েছেন, শাটল বাস মিস করে তাঁরা উবার বুক করতে যাচ্ছিলেন। এমন সময়েই তাঁদের সঙ্গে দেখা হয় নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়মের সঙ্গে। সুনীতা ভারতীয় বংশোদ্ভূত। মুকেশ ও আনন্দ মাহিন্দ্রা সুনীতার সঙ্গে এর পর সেলফিও তুলে নেন। তার পর সুনীতাই বলেন, চলুন আমি আপনাদের ছেড়ে দিয়েছে আসছি। উবার বুক না করে শেষমেশ সুনীতার ‘স্পেস শাটলে’ (পড়ুন গাড়িতে) চড়ে লাঞ্চ মিটিংয়ে যান মুকেশ ও আনন্দ মাহিন্দ্রা।
মস্কো থেকে সরল ওয়াগনারের ‘ভাড়াটে সৈন্য’রা! লুকাশেঙ্কোর সাহায্যে গৃহযুদ্ধ এড়ালেন পুতিন