শেষ আপডেট: 29 August 2022 09:28
দ্য ওয়াল ব্যুরো: যমজ সন্তান আকাশ, ইশা এবং ছোট ছেলে অনন্তর প্রশংসায় পঞ্চমুখ হলেন মুকেশ আম্বানি। রিলায়েন্সের বার্ষিক সভায় ধনকুবের মুকেশ (Mukesh Ambani) বললেন, ‘আকাশ এবং ইশা যথাক্রমে জিও এবং খুচরো ব্যবসার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ওরা শুরু থেকেই আমাদের পরিষেবামূলক ব্যবসার সঙ্গে উৎসাহের সঙ্গে যুক্ত। অনন্ত আমাদের নিউ এনার্জি ব্যবসায় যোগ দিয়েছে এবং উৎসাহের সঙ্গে কাজ করছে।’
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় মুকেশ (Mukesh Ambani) তিন সন্তানের কাজের বিষয়ে জানান, আকাশ জুন মাস থেকে ওয়্যারলেস অপারেটর রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। রিটেল-টু-রিফাইনিং দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।
উল্লেখ্য, মুকেশ আম্বানির বাবা এবং রিলায়েন্সের প্রতিষ্ঠাতা ধিরুভাই আম্বানি ২০০২ সালে মারা যাওযার পরই মুকেশ এবং তাঁর ভাই অনিলের মধ্যে ব্যবসা নিয়ে মনোমালিন্য শুরু হয়। ধিরুভাইয়ের মৃত্যুর তিনবছরের মধ্যেই ব্যবসা মুকেশ ও অনিলের মধ্যে দু’ভাগে ভাগ হয়ে যায়।
কিন্তু মুকেশ (Mukesh Ambani) রিলায়েন্সকে ৯৩ বিলিয়ন ডলারের সম্পদশালী সংস্থায় পরিণত করেছেন। রিলায়েন্স এখন ভারতের সবথেকে বড় সংস্থা। প্রযুক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি ও জীবাশ্ম জ্বালানী সংক্রান্ত ব্যবসার জগতেও পা রেখেছে রিলায়েন্স।
মুকেশ জানান, ব্যবসা বাড়ছে। যোগ্য উত্তরাধিকারীরা (akash-ambani-isha-ambani-anant-ambani) ব্যবসার উন্নতিতে এগিয়ে এসেছে। আকাশ ও ইশা মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেডের খুচরো দিক এবং প্রযুক্তির দিকে পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যা রিলায়েন্সের ই-কমার্স ক্ষেত্র। ওই ক্ষেত্রে ৫.৭ বিলিয়ন ডলার বিনিয়োগ রয়েছে সংস্থার।
সেইসঙ্গে নতুন প্রজন্মের টিমেরও প্রশংসা করেছেন মুকেশ। বলেছেন, ‘তিন উত্তরাধিকারী এবং তরুণ পেশাদাররা দারুণ কাজ করছেন। প্রবীণরা তাঁদের ব্যবসায় উন্নতির পরামর্শ দিচ্ছেন।’