শেষ আপডেট: 13th May 2023 06:17
দ্য ওয়াল ব্যুরো: চুঁচুড়ার মৃত্তিকা দশম শ্রেণীর ছাত্রী। তবে, অন্যান্য ছাত্রীদের মতো সামনেই বোর্ডের বড় পরীক্ষার প্রস্তুতি নিয়ে ভাবছে না মৃত্তিকা (Mrittika Mallick)। তার মাথায় এখন শুধুই ঘুরছে রাজা, বোড়ে, গজের চাল। জাতীয় পর্যায়ে কিস্তিমাত করার পর এবার ইতালির হাতছানি মৃত্তিকার সামনে (Mrittika Mallick is about to participate in world chess championship)।
চলতি বছরের নভেম্বর মাসে ইতালিতে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব যুব দাবা প্রতিযোগিতা (world chess championship)। সেখানেই বাংলা থেকে প্রতিযোগী হিসেবে যোগ দিতে চলেছে মৃত্তিকা মল্লিক। মৃত্তিকার এই সাফল্যে অত্যন্ত খুশি তার পরিবার ও শিক্ষক মহল। এর আগে পাঞ্জাবের জলন্ধরে অনুর্ধ্ব ১৭ জাতীয় দাবা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিল মৃত্তিকা। তারপরই আসে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার সুযোগ।
ছোট থেকেই দাবাই ধ্যান জ্ঞান মৃত্তিকার। তবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া এই প্রথমবার নয়, এর আগেও দাবার অন্যান্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় রুপো এবং ব্রোঞ্জ জিতেছে দশম শ্রেণীর এই ছাত্রী। এর আগেও অনুর্ধ্ব ১৪ বিশ্ব দাবা প্রতিযোগিতায় নাম লিখিয়েছিল মৃত্তিকা। তবে সেই বারে চতুর্থ স্থান লাভ করেই সন্তুষ্ট থাকতে হয় তাকে। এবার সেই কারণেই পদক নিশ্চিত করতে চায় মৃত্তিকা।
নতুন নতুন চাল আবিস্কার করতে না পারলে প্রতিপক্ষকে হারানো সহজ হবে না এই কথা খুব ভাল ভাবেই জানে সে। ফলে, নভেম্বরে প্রতিযোগিতার জন্য এখন থেকেই মন দিয়ে দাবা অনুশীলন করছে মৃত্তিকা।
হুগলির মৃত্তিকার নাম উদীয়মান দাবাড়ু হিসেবে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। ২০২২ সালে হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত্তিকাকে বানানো হয় কন্যাশ্রী প্রকল্পের মুখ। তবে, উদীয়মান এই দাবাড়ুর আরও ভাল খেলার জন্য প্রয়োজন অর্থ। মৃত্তিকাকে ইতিমধ্যেই গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়ার কাছে প্রশিক্ষণের জন্য ভর্তি করেছেন তার অভিভাবক। এখন ইতালি থেকে দাবার চালে বিশ্ব জয় করে ফিরবে মৃত্তিকা সেই আশায় রয়েছেন সকলেই।
রশিদ যেন ক্রিকেটের ‘পাওয়ারহাউস’! একইদিনে বিধ্বংসী ব্যাটিং ও ৫৫০ শিকারের মাইলফলক