Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
স্বামী-স্ত্রীর গোপনে রেকর্ড করা ফোনালাপ, ডিভোর্স মামলায় গ্রহণযোগ্য সাক্ষ্যপ্রমাণ: সুপ্রিম কোর্টঝাড়গ্রামের জঙ্গল ফিরিয়ে আনছে প্রাণ, বাড়ছে হাতি-নেকড়ে-হরিণ, বনবিভাগে স্বস্তির হাওয়াEng vs Ind: চতুর্থ ইনিংসে ঋষভ পন্থের গড় ৫২, জাদেজা-সুন্দরদের পরিসংখ্যান কিন্তু ভীতিকরদু’বার বদলানো হয়েছিল ফুয়েল কন্ট্রোল ইউনিট, তাও ড্রিমলাইনার ভেঙে পড়ল কেন, উঠছে প্রশ্ন'ওরাই দেশটা শেষ করেছে!' কানাডায় আবর্জনা ফেলার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ভারতীয়রানিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ একপ্রকার অসম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র১৮ জুলাই মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ, শমীকের হাত ধরে মঞ্চে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিসোনার গয়না বা রুপোর বাসন বন্ধক রেখে কী আর ঋণ নেওয়া যাবে না? নতুন ব্যাখ্যা রিজার্ভ ব্যাঙ্কেরসৌদি যাওয়ার টোপ! ১২ বছরের পাত্রী, ২০ বছরের বর, গোপন বিয়ের আসরে পুলিশের হানা‘তুমিই আমায় পূর্ণ করেছ!’ আলকারাজ-সিনারের দ্বৈরথের আড়ালে রয়েছে তীব্র প্যাশন, অটুট শ্রদ্ধা
Jalpaiguri News

ময়নাগুড়িতে দেড় বছরের সন্তানকে তিস্তায় ফেলে দিল মা! নদীতে ঝাঁপিয়ে বাঁচিয়ে দিল দুই ছাত্রী

অভাবের তাড়নায় গর্ভের সন্তানকে তিস্তার জলে ভাসিয়ে দিচ্ছিলেন মা। ঝাঁপ দিয়ে সেই শিশুকে বাঁচাল দুই কিশোরী।

ময়নাগুড়িতে দেড় বছরের সন্তানকে তিস্তায় ফেলে দিল মা! নদীতে ঝাঁপিয়ে বাঁচিয়ে দিল দুই ছাত্রী

প্রতীকী ছবি

শেষ আপডেট: 30 June 2025 06:31

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: অভাবের তাড়নায় গর্ভের সন্তানকে তিস্তার জলে ভাসিয়ে দিচ্ছিলেন মা। ঝাঁপ দিয়ে সেই শিশুকে বাঁচাল দুই কিশোরী। এই ঘটনায় শোরগোল পড়ল জলপাইগুড়ির ময়নাগুড়িতে।

ময়নাগুড়ির মরিচবাড়ির বাসিন্দা বিপুল বাউলির সঙ্গে ১২ বছর আগে বিয়ে হয়েছিল সীমা বাউলির। বিয়ের পর থেকেই শুরু হয় অশান্তি। তারমধ্যেই ফুটফুটে সন্তানের জন্ম। অভিযোগ সীমা বিবাহ বহির্ভূত সম্পর্কেও জড়িয়ে পড়েছিলেন। স্বামী-সন্তানকে ছেড়ে একবার গ্রাম ছাড়ার পর ফের সালিশি সভা বসিয়ে ফিরিয়ে আনা হয় তাঁকে। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। পারিবারিক অশান্তি নিত্যসঙ্গী হয়ে উঠেছিল।

অভিযোগ, তারই জেরে দেড় বছরের শিশুটিকে রবিবার তিস্তার জলে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন সীমা। তখনই ত্রাতা হয়ে আসে ক্লাস নাইনের দুই ছাত্রী। বর্ষার ভয়ঙ্কর তিস্তায় শিশুটিকে ডুবতে দেখে দৌড়ে যায় তারা। কোনওক্রমে উদ্ধার করে শিশুটিকে। এই খবর ছড়িয়ে পড়তেই পল্লবী আর মল্লিকাকে নিয়ে মেতে ওঠেন গ্রামের মানুষ।

অভিযুক্ত মা জানান, দু-দিন খেতে দিতে পারেননি বাচ্চাকে। রাগে-দুঃখে সন্তানকে ফেলে দিতে গিয়েছিলেন নদীতে। তবে ফেলে দেননি। ময়নাগুড়ি থানার পুলিশ গিয়ে স্বামী-স্ত্রী দু’জনের সঙ্গেই কথা বলে। ঝগড়া ভুলে সন্তানকে বড় করার কথা দিয়েছেন দুজনেই। 
 


ভিডিও স্টোরি