অভাবের তাড়নায় গর্ভের সন্তানকে তিস্তার জলে ভাসিয়ে দিচ্ছিলেন মা। ঝাঁপ দিয়ে সেই শিশুকে বাঁচাল দুই কিশোরী।
প্রতীকী ছবি
শেষ আপডেট: 30 June 2025 06:31
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: অভাবের তাড়নায় গর্ভের সন্তানকে তিস্তার জলে ভাসিয়ে দিচ্ছিলেন মা। ঝাঁপ দিয়ে সেই শিশুকে বাঁচাল দুই কিশোরী। এই ঘটনায় শোরগোল পড়ল জলপাইগুড়ির ময়নাগুড়িতে।
ময়নাগুড়ির মরিচবাড়ির বাসিন্দা বিপুল বাউলির সঙ্গে ১২ বছর আগে বিয়ে হয়েছিল সীমা বাউলির। বিয়ের পর থেকেই শুরু হয় অশান্তি। তারমধ্যেই ফুটফুটে সন্তানের জন্ম। অভিযোগ সীমা বিবাহ বহির্ভূত সম্পর্কেও জড়িয়ে পড়েছিলেন। স্বামী-সন্তানকে ছেড়ে একবার গ্রাম ছাড়ার পর ফের সালিশি সভা বসিয়ে ফিরিয়ে আনা হয় তাঁকে। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। পারিবারিক অশান্তি নিত্যসঙ্গী হয়ে উঠেছিল।
অভিযোগ, তারই জেরে দেড় বছরের শিশুটিকে রবিবার তিস্তার জলে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন সীমা। তখনই ত্রাতা হয়ে আসে ক্লাস নাইনের দুই ছাত্রী। বর্ষার ভয়ঙ্কর তিস্তায় শিশুটিকে ডুবতে দেখে দৌড়ে যায় তারা। কোনওক্রমে উদ্ধার করে শিশুটিকে। এই খবর ছড়িয়ে পড়তেই পল্লবী আর মল্লিকাকে নিয়ে মেতে ওঠেন গ্রামের মানুষ।
অভিযুক্ত মা জানান, দু-দিন খেতে দিতে পারেননি বাচ্চাকে। রাগে-দুঃখে সন্তানকে ফেলে দিতে গিয়েছিলেন নদীতে। তবে ফেলে দেননি। ময়নাগুড়ি থানার পুলিশ গিয়ে স্বামী-স্ত্রী দু’জনের সঙ্গেই কথা বলে। ঝগড়া ভুলে সন্তানকে বড় করার কথা দিয়েছেন দুজনেই।