শেষ আপডেট: 1st March 2025 23:22
দ্য ওয়াল ব্যুরো: পানাগড়ের (Panagarh Accident)মর্মান্তিক দুর্ঘটনায় চন্দননগরের (Chandannagar) নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের (Sutandra Chatterjee) মৃত্যুর ঘটনায় নয়া মোড়। শনিবার নতুন করে চন্দননগর থানায় অভিযোগ দায়ের করলেন সুতন্দ্রার মা।
গত ২৪ ফেব্রুয়ারী পানাগড়ে মর্মান্তিক দূর্ঘটনায় মৃত্যু হয় সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। ঘটনার দিন সুতন্দ্রার গাড়ির চালক ও সঙ্গীরা ইভটিজিং-এর অভিযোগ তুলেছিলেন। জানিয়েছিলেন, গাড়িতে ধাক্কা মেরে তাঁদের পিছনে ধাওয়া করা হচ্ছিল। এরপর জাতীয় সড়ক থেকে নেমে গাড়ি সার্ভিস রোডে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এবার নতুন করে চন্দনংর থানায় অভিযোগ দায়ের করে সেই ইভটিজিংয়ের অভিযোগই তুললেন সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায়।
ইতিমধ্যে গাড়ির মালিক বাবলু যাদবকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ঘটনার দিন সুতন্দ্রার গাড়িতে যারা ছিলেন তাদের বয়ানও নিয়েছে আদালত। এরপর নৃত্য শিল্পীর গাড়ি চালক রাজ দেও শর্মার দাবি, সুতন্দ্রাই বলেছিলেন সাদা গাড়িকে ধাওয়া করে ধরতে। তাই তিনি একশো কিলোমিটার বেগে গাড়ি ছুটিয়ে দুর্ঘটনার কবলে পড়েন।
সুতন্দ্রার মা থানায় জমা দেওয়া অভিযোগপত্রে ইভটিজিংয়ের অভিযোগ তুলে লেখেন, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণেই মেয়ের মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণহীন অবস্থায় দুটি গাড়িই চলছিল। দুর্ঘটনায় মেয়ের মৃত্যুর জন্য দুটি গাড়িতে যাঁরা ছিলেন, তাঁরা সবাই দায়ী।
দুর্ঘটনার দিন গাড়ির চালকও সওয়ারীরা জানিয়েছিলেন সাদা গাড়িতে বাবলু আর অনান্য যারা ছিলেন সবাই মদ্যপ ছিলেন। দুটি গাড়ি রেষারেষি করতে গিয়েই ঘটে যায় অঘটন।
প্রথম থেকেই মেয়ের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন মা। দুর্ঘটনার পর কাঁকসা থানায় যে অভিযোগ দায়ের হয়েছিল তার ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এবার চন্দননগর থানাতেও দায়ের হল অভিযোগ। সুতন্দ্রার মা জানিয়েছেন, পুলিশের উপর সবসময় আস্থা রয়েছে। মেয়ে সুবিচার পাবেন।