স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা সূর্য মজুমদার ও রিঙ্কি মজুমদারের দুই সন্তান। একজনের বয়স আট বছর। অন্যজনের বয়স চার।
অভিযুক্ত মা
শেষ আপডেট: 22 May 2025 13:53
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: নিজের দুই সন্তানকে মশলা ভাঙার নোড়া দিয়ে আঘাত করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে।হাসপাতালে মৃত্যু হল এক শিশুর। আশঙ্কাজনক অবস্থায় অন্যজনের। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ায় করিমপুর থানার আনন্দপল্লী মধ্যপাড়ায়।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা সূর্য মজুমদার ও রিঙ্কি মজুমদারের দুই সন্তান। একজনের বয়স আট বছর। অন্যজনের বয়স চার। গত তিন বছর ধরে ওই এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন তাঁরা। বুধবার দুপুরে রিঙ্কি মজুমদার তার দুই সন্তানকে মশলা ভাঙার নোড়া দিয়ে আঘাত করে বলে অভিযোগ। ওই সময় বাড়িতে ছিলেন না সূর্যবাবু। খবর পেয়ে ছুটে গিয়ে দেখেন ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তাঁর দুই সন্তান।
তড়িঘড়ি প্রতিবেশীদের সঙ্গে দুই শিশুকে হাসপাতালে নিয়ে যান তিনি। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে শুরু হয় চিকিৎসা। পরবর্তী সময়ে তাদের অবস্থার অবনতি হওয়ায় বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় চার বছর বয়সী পিয়ম মজুমদারের মৃত্যু হয়। আশঙ্কা জনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে তোজো মজুমদার।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, ঘটনার পর থেকে পলাতক ছিলেন অভিযুক্ত রিঙ্কি মজুমদার। বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতার করে পুলিশ। বেশ কিছুদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানা গেছে।