শেষ আপডেট: 9th September 2023 10:08
দ্য ওয়াল ব্যুরো: মরক্কোর বিধ্বংসী ভূমিকম্পে (Morocco earthquake)মৃতের সংখ্যার লাফিয়ে বাড়ছে। সরকারি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ৬৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা প্রায় ৩৫০। ধ্বংসস্তূপের নীচে অনেকেই এখনও আটকা পড়ে আছেন বলে অনুমান। তাঁদের সন্ধানে জোরকদমে চলছে উদ্ধার কাজ।
সূত্রের খবর, শুক্রবার স্থানীয় সময় রাত ১১.০৫ নাগাদ মারাকেশ এবং ওকাইমেডেনে ভূমিকম্প আঘাত হানে। শহরের বাড়িঘর তাসের ঘরের মতো কাঁপতে এবং ধসে পড়তে শুরু করে। আতঙ্কিত বাসিন্দারা ভয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেন। ইউএসজিএস সূত্রের খবর, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মারাকেশ থেকে ৭২ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং ওকাইমেডেনের ৫৬ কিলোমিটার পশ্চিমে, মাটি থেকে ১৮.৫ কিলোমিটার গভীরে (earthquake)।
ঘটনায় আগেই শোক প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছিলেন, এই পরিস্থিতিতে মরক্কোকে যে কোনও রকম সহায়তা করতে প্রস্তুত ভারত । একই কথা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, প্রাথমিক চিকিৎসার ব্যাপারে মরক্কোকে সাহায্য করতে প্রস্তুত ফ্রান্স।
https://twitter.com/EmmanuelMacron/status/1700415067227930624?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1700415067227930624%7Ctwgr%5E71d47e0d384e9211543e03986980d2bf0bd3cd51%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.livemint.com%2Fnews%2Fworld%2Fmorocco-earthquake-today-world-news-live-updates-death-toll-pm-modi-11694228095716.html
ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক বর্তমানে জি২০ শীর্ষ সম্মেলনের জন্য ভারতে রয়েছেন। কিন্তু দেশটির তরফে বিদেশমন্ত্রী জেমস ক্লেভারলি ভয়ঙ্কর এই দুর্ঘটনাকবলিত দেশটিকে সবরকম সাহায্যের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন। শোক প্রকাশ করেছেন সংযুক্ত আরব আমিরশাহির প্রধানমন্ত্রীও।
মাত্র মাস ছয়েক আগেই ভয়াবহ ভূমিকম্পের তছনছ হয়ে গিয়েছিল তুরস্ক (Turkey earthquake)। ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল সেই ভূমিকম্পে। সেখানকার প্রেসিডেন্ট তায়ইপ এরদোগানও ঘোষণা করেছেন, তিনি এবং তুরস্ক যে কোনও রকম সাহায্য করতে প্রস্তুত মরক্কোকে।
https://twitter.com/RTErdogan/status/1700407485637579162?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1700407485637579162%7Ctwgr%5E71d47e0d384e9211543e03986980d2bf0bd3cd51%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.livemint.com%2Fnews%2Fworld%2Fmorocco-earthquake-today-world-news-live-updates-death-toll-pm-modi-11694228095716.html
শোক প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, 'গত রাতে শতাধিক প্রাণ কেড়ে নেওয়া ভয়াবহ ভূমিকম্পের পর আমাদের সবটুকু দিয়ে আমরা মরক্কোর মানুষের পাশে আছি। নিহতদের এবং আহতদের পরিবারের জন্য আমি ব্যথিত। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। যাঁরা উদ্ধার কাজে হাত লাগিয়েছেন, তাঁরা অত্যন্ত প্রশংসনীয় কাজ করছেন।'
https://twitter.com/vonderleyen/status/1700368526006255863?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1700368526006255863%7Ctwgr%5E71d47e0d384e9211543e03986980d2bf0bd3cd51%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.livemint.com%2Fnews%2Fworld%2Fmorocco-earthquake-today-world-news-live-updates-death-toll-pm-modi-11694228095716.html
সূত্রের খবর, একটি মসজিদ এবং বেশ কয়েকটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সহ অজস্র বাড়িঘর ভেঙ্গে পড়েছে ভূমিকম্পে। ঘুমিয়ে থাকার কারণে অনেকেই ভূমিকম্পের কথা বুঝতে পারেননি। ফলে বাড়িঘর ধসে পড়ায় চাপা পড়েই তাঁদের মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। মারাকেশের হাসপাতালগুলির জরুরি বিভাগ ইতিমধ্যেই আহতেদের ভিড়ে উপচে পড়ছে বলে জানা গেছে। মৃতের সংখ্যা আরও বহুগুণ বাড়তে পারে বলে আশঙ্কা (Morocco death toll rises)।
এই ভূমিকম্পকে মরক্কোয় গত দুই দশকের ভয়াবহতম ভূমিকম্প বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়ে গেছে পুরোদমে। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের। রোগীর ভিড়ে স্থানীয় হাসপাতালগুলিতে স্থান সঙ্কুলান হচ্ছে না। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি। তবে ধ্বংসস্তূপের নীচে বহু মানুষের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। তাঁদের উদ্ধার করার যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে প্রশাসন।