Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
একটি গ্রাম পঞ্চায়েতেই ৪ হাজারের বেশি ভুয়ো জন্ম-মৃত্যু সার্টিফিকেট! হাইকোর্টে জানাল রাজ্যক্রিকেট বল খুঁজতে গিয়ে বাড়ি থেকে উদ্ধার ৭ বছর পুরনো মানব কঙ্কাল! হায়দরাবাদে রহস্যEng vs Ind: দাম পেল না জাদেজার অবিস্মরণীয় লড়াই, ২২ রানে হেরে গেল ভারতজাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকিহিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকারমহাকাশে ১৮ দিন কাটিয়ে ফিরছেন শুভাংশু, ২২ ঘন্টার দীর্ঘ পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসীবলিউডে আউটসাইডার ইনসাইডারি গেমটার বিষয়ে আমি প্যান্ডেমিকের পর থেকে শুনছি'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর'বাবাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অপমান থেকে বাঁচতে সেই খুন করল?' প্রশ্ন তুলছেন রাধিকার বান্ধবীকোর্টের নির্দেশে মুম্বইয়ে মসজিদ মিনার মাইকহীন, আজান শোনাচ্ছে অনলাইন অ্যাপ, বাড়ির স্পিকার
Sealdah Division

ষষ্ঠীর সকালে ট্রেন বাতিল! ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা, সোনারপুরে রেল অবরোধ

সাত সকালে ট্রেন বাতিল! এদিকে স্টেশনে ততক্ষণে থিক থিকে ভিড়। প্রতিবাদে রেল অবরোধে সামিল হলেন যাত্রীরা। 

ষষ্ঠীর সকালে ট্রেন বাতিল! ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা, সোনারপুরে রেল অবরোধ

ফাইল ছবি।

শেষ আপডেট: 9 October 2024 06:24

দ্য ওয়াল ব্যুরো: সাত সকালে ট্রেন বাতিল! এদিকে স্টেশনে ততক্ষণে থিক থিকে ভিড়। প্রতিবাদে রেল অবরোধে সামিল হলেন যাত্রীরা। 

ষষ্ঠীর সকালে শিয়ালদহ দক্ষিণ শাখার সোনারপুর স্টেশনের ঘটনা। যাত্রীদের অভিযোগ, মাঝেমধ্যেই এভাবে ট্রেন বাতিল করা হয়। এরই প্রতিবাদ জানাতে এই অবরোধের সিদ্ধান্ত। ঘটনার জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় দীর্ঘক্ষণ ব্যাহত হয় ট্রেন চলাচল।  প্রবল সমস্যায় পড়েন যাত্রীরা। 

বুধবার মহাষষ্ঠী। সরকারি অফিস ছুটি থাকলেও বেসরকারি বহু অফিসে কাজ হচ্ছে। অনেকে আবার বৃষ্টি এড়িয়ে প্রতিমা দর্শন তাড়াতাড়ি সেরে ফেলতে সাত সকালে ঘর থেকে বেরিয়েছিলেন। ফলে সকাল থেকেই স্টেশনে স্টেশনে যাত্রীদের ভিড় ছিল।

কিন্তু ট্রেন কোথায়? প্রত্যক্ষদর্শীরা জানান, কোনও কারণ না দেখিয়েই সোনারপুর লোকাল বাতিল ঘোষণা করা হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। রেল লাইনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। ফলে শিয়ালদহ দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে একের পর এক ট্রেন।

ব্যাহত হয় পরিষেবা। প্রবল ভোগান্তির শিকার হন যাত্রীরা। পরে রেলের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। ততক্ষণে প্রতিটি স্টেশনে প্রচুর মানুষের ভিড়।

এবারে যাত্রী ভোগান্তি কমাতে অতিরিক্ত ট্রেন চালানোর কথা জানিয়েছিল রেল। তারই মাঝে সাত সকালে ট্রেন বাতিলকে ঘিরে ষষ্ঠীর সকালে ভোগান্তিতে পড়তে হল সকলকে। 


ভিডিও স্টোরি