ফাইল ছবি।
শেষ আপডেট: 9 October 2024 06:24
দ্য ওয়াল ব্যুরো: সাত সকালে ট্রেন বাতিল! এদিকে স্টেশনে ততক্ষণে থিক থিকে ভিড়। প্রতিবাদে রেল অবরোধে সামিল হলেন যাত্রীরা।
ষষ্ঠীর সকালে শিয়ালদহ দক্ষিণ শাখার সোনারপুর স্টেশনের ঘটনা। যাত্রীদের অভিযোগ, মাঝেমধ্যেই এভাবে ট্রেন বাতিল করা হয়। এরই প্রতিবাদ জানাতে এই অবরোধের সিদ্ধান্ত। ঘটনার জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় দীর্ঘক্ষণ ব্যাহত হয় ট্রেন চলাচল। প্রবল সমস্যায় পড়েন যাত্রীরা।
বুধবার মহাষষ্ঠী। সরকারি অফিস ছুটি থাকলেও বেসরকারি বহু অফিসে কাজ হচ্ছে। অনেকে আবার বৃষ্টি এড়িয়ে প্রতিমা দর্শন তাড়াতাড়ি সেরে ফেলতে সাত সকালে ঘর থেকে বেরিয়েছিলেন। ফলে সকাল থেকেই স্টেশনে স্টেশনে যাত্রীদের ভিড় ছিল।
কিন্তু ট্রেন কোথায়? প্রত্যক্ষদর্শীরা জানান, কোনও কারণ না দেখিয়েই সোনারপুর লোকাল বাতিল ঘোষণা করা হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। রেল লাইনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। ফলে শিয়ালদহ দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে একের পর এক ট্রেন।
ব্যাহত হয় পরিষেবা। প্রবল ভোগান্তির শিকার হন যাত্রীরা। পরে রেলের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। ততক্ষণে প্রতিটি স্টেশনে প্রচুর মানুষের ভিড়।
এবারে যাত্রী ভোগান্তি কমাতে অতিরিক্ত ট্রেন চালানোর কথা জানিয়েছিল রেল। তারই মাঝে সাত সকালে ট্রেন বাতিলকে ঘিরে ষষ্ঠীর সকালে ভোগান্তিতে পড়তে হল সকলকে।