শেষ আপডেট: 30th August 2023 10:00
দ্য ওয়াল ব্যুরো: মহকাশে মহাযজ্ঞই বটে।
চাঁদ ছুঁয়ে ভারত প্রমাণ করেছে তারাই এখন সেরা। চাঁদের দক্ষিণ পিঠে নামার সাহস ও কৌশল ভারতই দেখাল প্রথম। এরপরের মিশন আরও জটিল, আরও বিপদসঙ্কুল। এবার সূর্যকে ছুঁতে চলেছে ইসরোর (ISRO) আদিত্য এল-১। সব ঠিক থাকলে ২ সেপ্টেম্বরই সূর্যের দিকে পাড়ি দেবে ইসরোর সৌরযান। এখানেই শেষ নয়। চাঁদ-তারা-গ্রহ সর্বত্রই বিজয় পতাকা ওড়াবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। সূর্য-প্রণাম করে ইসরো পাড়ি দেবে শুক্রের (Venus) দেশে। সেজেগুজে তৈরি হচ্ছে শুক্রযান (Shukrayaan)।
মঙ্গল জয় আগেই করেছে ভারত। মঙ্গলে ঘুরে বেড়াচ্ছে ভারতের মঙ্গলযান ‘মম’। চাঁদে নেমে ইতিহাস গড়েছে ইসরো। চাঁদ, মঙ্গলের পরে এবার ইসরোর বড় লক্ষ্য সৌরজগতের আরও এক গ্রহ শুক্র (Shukrayaan)। এই গ্রহে পাড়ি দেবে ইসরোর শুক্রযান। তার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। ঐতিহাসিক এই মিশনে ইসরোর পাশে দাঁড়িয়েছে ফরাসি মহাকাশ গবেষণা সংস্থা সিএনইএস।
শুক্র-যাত্রা কবে হবে এখনও তার ঘোষণা হয়নি। শোনা যাচ্ছে, সৌরযান সূর্যে পাড়ি দেওয়ার পরেই শুক্র-অভিযানে বেরোবে ইসরো। শুক্রযানের প্রযুক্তি ও তার যন্ত্রপাতির কিছুটা অংশ তৈরি করছে ফরাসি মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস। ভাইরাল (ভেনাস ইনফ্র্যারেড অ্যাটমস্ফিয়ার গ্যাসেস লিঙ্কার)এই যন্ত্র তৈরি দায়িত্বে রয়েছে ফ্রান্সের এনভায়রনমেন্ট অ্যান্ড স্পেস অবজারভেশন ল্যাবরেটরি এবং ফ্রেঞ্চ ন্যাশনাল সায়েন্টিফিক রিসার্চ সেন্টার সিএনআরএস।
শুক্রযানের (Shukrayaan) পরিকল্পনা শুরু হয় সেই ২০১৭ সাল থেকেই। ইসরো জানিয়েছে, মোট ১০০ কেজি ওজনের যন্ত্রাংশ নিয়ে এই মহাকাশযান শুক্র অভিযান শুরু করবে। শুক্রগ্রহের সঙ্গে এই মহাকাশযানের ন্যূনতম দূরত্ব হবে ৫০০ কিলোমিটার, আর সর্বাধিক দূরত্ব হবে প্রায় ৬০০০০ কিলোমিটার। শুক্রগ্রহের উপবৃত্তাকার কক্ষপথে পাক খাবে এই মহাকাশযান।
আরও পড়ুন: চন্দ্রযানে চন্দননগরের শুভদীপ, যাদবপুরের প্রাক্তনীর বাবা-মা বলছেন, 'র্যাগিং বন্ধ হোক'
শুক্রগ্রহের কক্ষে পৌঁছে নানা রকম পরীক্ষানিরীক্ষা করবে শুক্রযান। প্রথমে ঠিক হয়েছিল ১৭৫ কিলোগ্রাম ওজনের যন্ত্রাংশ নিয়ে পাড়ি দেবে শুক্রযান, তবে পরে পে-লোডের ওজন কমিয়ে ১০০ কিলোগ্রাম করা হয়। এই মহাকাশযানে থাকবে ভেনাস এল অ্যান্ড এস-ব্যান্ড এসএআর, ভারটিস (হাই ফ্রিকুয়েন্সি রেডার), ভিটিসি থার্মাল ক্যামেরা, লাইটনিং সেন্সর, সোলার অকুলেশন ফোটোমেট্রি, এয়ারগ্লো ইমেজার, মাস স্পেকট্রোমিটার, প্লাজমা অ্যানালাইজ়ার, রেডিয়েশন এনভায়রনমেন্ট, সোলার সফট এক্স-রে স্পেকট্রোমিটার, প্লাজমা ওয়েভ ডিটেকটর ইত্যাদি।