আগামী তিনদিনে গোটা রাজ্যে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানানো হয়েছে।
ফাইল ছবি
শেষ আপডেট: 16 June 2025 06:03
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে বাংলায় ঢুকতে চলেছে বর্ষা। মৌসম ভবন জানিয়েছে, চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে বর্ষার আনুষ্ঠানিক আগমন ঘটবে। ইতিমধ্যেই মৌসুমি বায়ুর অনুকূল পরিবেশ তৈরি হয়েছে রাজ্যে। বর্ষা এগিয়ে আসার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে শুরু হয়ে গিয়েছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি। আগামী কয়েকদিন এই বৃষ্টি চলবে ফলে তাপমাত্রা বেশ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। পাশাপাশি মধ্য মহারাষ্ট্র, কঙ্কণ, অসম, রাজস্থান, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশেও ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা ছত্তীসগড়, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। পাকিস্তান ও লাদাখের দিক থেকেও পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে কাশ্মীর-সহ পার্বত্য অঞ্চলে। এসব মিলিয়ে সারা উত্তর ও পূর্ব ভারতে সক্রিয় রয়েছে একাধিক মৌসুমি বায়ু।
আজ, সোমবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়ার সঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার।
মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বৃহস্পতি ও শুক্রবারেও পশ্চিমের জেলাগুলিতে (যেমন পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ) ভারী বৃষ্টি হতে পারে।
শনিবার ফের দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কম-বেশি বৃষ্টি গোটা সপ্তাহ ধরে চলছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়।
আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে, কখনও পুরোপুরি মেঘে ঢাকা পড়ার সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি, ফলে গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে বইবে দমকা হাওয়া।
সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতা রয়েছে ৭৫% থেকে ৯১% পর্যন্ত। মঙ্গলবার ও বুধবার কলকাতায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গেও সপ্তাহজুড়ে চলবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। আজ জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির দাপট বাড়বে মালদহ, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। বুধবার থেকে ফের দার্জিলিং এবং দুই দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার মালদহ, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে ঝড়বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে।
আগামী তিনদিনে গোটা রাজ্যে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানানো হয়েছে।
ভারতের পশ্চিম ও দক্ষিণ-পূর্ব অঞ্চলেও বর্ষা প্রবলভাবে সক্রিয়। কর্নাটক, কঙ্কণ, গোয়া, কেরল, মাহে, মধ্য মহারাষ্ট্র, গুজরাট ও ছত্তীসগড়ে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরাতেও প্রবল বর্ষণের সম্ভাবনা। ওড়িশা, উত্তরাখণ্ড, তামিলনাড়ু, পন্ডিচেরি ও করাইকাল এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বজ্রবিদ্যুৎ-সহ ৫০-৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি হয়েছে বিহার, ছত্তীসগড়, কেরল, মাহে, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ ও রাজস্থানে। এছাড়া ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, জম্মু-কাশ্মীর, লাদাখ, গুজরাত, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু এবং আরও অনেক রাজ্যে।