শেষ আপডেট: 8th June 2023 09:02
বর্ষা ঢুকল কেরলে, চাতকের মতো চেয়ে আছে বাংলা
দ্য ওয়াল ব্যুরো: বর্ষা কবে ঢুকবে? সেই নিয়ে মানুষের মনে উৎকন্ঠা তৈরি হয়েছিল। কারণ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কেরলে বর্ষা ঢোকেনি (Monsoon entered Kerala, Bengal is waiting)। অবশেষে দেশবাসীর জন্য সুখবর শোনাল মৌসম ভবন। বৃহস্পতিবার জানাল হল, কেরলে প্রবেশ করেছে বর্ষা।
গত ৫ জুন মৌসম ভবনের তরফে জানানো হয়েছিল, ২-৩ দিনের মধ্যেই বর্ষা ঢুকে যাবে কেরলে। দক্ষিণ-পূর্ব আরব সাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। তার প্রভাবেই বর্ষা আসবে। সেই কথা সত্যিই করে অবশেষে বর্ষা ঢুকে পড়ল দক্ষিণের রাজ্যে।
তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত হওয়ার অবস্থা রাজ্যবাসীর। আলিপুর আবহাওয়া দফতর, বৃষ্টি নিয়ে কোনও খুশির খবর শোনাতে পারেনি। তাপপ্রবাহের জেরে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। চাতক পাখির মতো বৃষ্টি চাইছে বাংলার মানুষ।
কেরলে বর্ষা ঢোকায়, বেশ কয়েকটি রাজ্যে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। তবে এ রাজ্যে কবে বর্ষা আসবে সে নিয়ে এখনও পর্যন্ত হাওয়া অফিস কোনও সদুত্তর দিতে পারেনি।
কলকাতায় বৃষ্টি, জল পড়তেই শুষে নিচ্ছে মাটি! তবে এখনই স্বস্তি নেই শহরবাসীর