শেষ আপডেট: 18 October 2023 14:51
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: পুজোর আমেজে কলকাতা জুড়ে। তার মধ্যেই কাঁড়ি কাঁড়ি নগদ টাকা উদ্ধার হল হাওড়া স্টেশন থেকে! স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে ৩১ লক্ষ ৯৫ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়। একই সঙ্গে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
ডাউন লক্ষ্মীসরাই এক্সপ্রেস হাওড়ায় ঢুকেছে। সেই সময় আরপিএফের নজর পড়ে দুই ব্যক্তিকে পিঠে কালো ব্যাগ নিয়ে প্ল্যাটফর্মে অনির্দিষ্টভাবে ঘোরাঘুরি করছে। তাঁদের দেখে সন্দেহ হয় আরপিএফ জওয়ানদের। তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন আরপিএফএর কর্মীরা। তাদের ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় নগদ ৩১ লক্ষ ৯৫ হাজার টাকা।
জানা গিয়েছে, ওই দুই ব্যক্তির নাম সুরেন্দ্রপ্রসাদ লাহারাকা ও মুকেশ মণ্ডল। এদের মধ্যে একজনের বাড়ি লক্ষ্মীসরাইয়ে। অপরজনের বাড়ি জামালপুরে। এত টাকা নিয়ে তাঁরা কোথায় যাচ্ছিলেন, সে বিষয়ে কোনও সদুত্তর তাঁরা দিতে পারেননি। পুলিশ এবিষয়ে তদন্ত শুরু করেছে। দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।