Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
হাওড়ার সৌভিককে শোকজ করল টিএমসিপি! পড়ুয়াদের প্যান্ট খুলে যৌনাঙ্গ দেখাতে বাধ্য করার অভিযোগজোয়াও পেদ্রোর জোড়া পাইলড্রাইভারে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি, স্বপ্নভঙ্গ ফ্লুমিনেন্সেরট্রাম্পের শুল্কে বাংলাদেশে বিপদে ৮০১ সংস্থা, বেসরকারি কোম্পানির কাঠগড়ায় ইউনুস সরকারদুই পর্দাতেই একসঙ্গে ফিরছেন ঈপ্সিতা মুখোপাধ্যায়, কোথায় দেখা যাবে অভিনেত্রীকে সিজার চেয়েও ফোর্সেপ ডেলিভারি, শিশুর মাথায় চোট, ব্রিটেনে সাসপেন্ড ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক৬৮ বছরেও 'হটি' আলিয়ার মা, ইনস্টাগ্রামে পাতলা কালো পোশাকে ঝড় তুললেন সোনি রাজদানমোদীর গুজরাতে ফের ভাঙল সেতু, মৃত ৯, আহত বহু'গান্ধীবাদী নই, বাল ঠাকরের থেকে শিখেছি', ক্যান্টিন কর্মীকে পিটিয়ে সাফাই শিবসেনা বিধায়কেরঅচল একমাত্র কেরল, স্বাভাবিক ভারত, বিহার বনধে শক্তি প্রদর্শন মহাগাঁটবন্ধনেরসঙ্গে পোষ্য, তাই উইম্বলডনের ক্যাফেতে ঢুকতে পারলেন না নাভ্রাতিলোভা, সমাজমাধ্যমে বিতর্ক
Money Recovery

চতুর্থীর দিন হাওড়া স্টেশন থেকে মিলল বান্ডিল বান্ডিল টাকা! গ্রেফতার দুই

পুজোর আমেজে কলকাতা জুড়ে। তার মধ্যেই কাঁড়ি কাঁড়ি নগদ টাকা উদ্ধার হল হাওড়া স্টেশন থেকে! স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে ৩১ লক্ষ ৯৫ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়। একই সঙ্গে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। 

চতুর্থীর দিন হাওড়া স্টেশন থেকে মিলল বান্ডিল বান্ডিল টাকা! গ্রেফতার দুই

শেষ আপডেট: 18 October 2023 14:51

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: পুজোর আমেজে কলকাতা জুড়ে। তার মধ্যেই কাঁড়ি কাঁড়ি নগদ টাকা উদ্ধার হল হাওড়া স্টেশন থেকে! স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে ৩১ লক্ষ ৯৫ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়। একই সঙ্গে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। 

ডাউন লক্ষ্মীসরাই এক্সপ্রেস হাওড়ায় ঢুকেছে। সেই সময় আরপিএফের নজর পড়ে দুই ব্যক্তিকে পিঠে কালো ব্যাগ নিয়ে প্ল্যাটফর্মে অনির্দিষ্টভাবে ঘোরাঘুরি করছে। তাঁদের দেখে সন্দেহ হয় আরপিএফ জওয়ানদের। তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন আরপিএফএর কর্মীরা। তাদের ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় নগদ ৩১ লক্ষ ৯৫ হাজার টাকা।  

জানা গিয়েছে, ওই দুই ব্যক্তির নাম সুরেন্দ্রপ্রসাদ লাহারাকা ও মুকেশ মণ্ডল। এদের মধ্যে একজনের বাড়ি লক্ষ্মীসরাইয়ে। অপরজনের বাড়ি জামালপুরে। এত টাকা নিয়ে তাঁরা কোথায় যাচ্ছিলেন, সে বিষয়ে কোনও সদুত্তর তাঁরা দিতে পারেননি। পুলিশ এবিষয়ে তদন্ত শুরু করেছে। দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


ভিডিও স্টোরি