শেষ আপডেট: 15th May 2024 18:29
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন রাজভবনেরই এক মহিলা কর্মী। এক সপ্তাহের ব্যবধানে রাজ্যপাল বোসের বিরুদ্ধে পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ জানিয়েছেন এক নৃত্যশিল্পী। দুটি ঘটনাকে ঘিরে রাজ্যপালের বিরুদ্ধে শোরগোল রাজ্য রাজনীতিতে।
শ্লীলতাহানির অভিযোগ ওঠার পরই গত ৩ মে বোসের বিরুদ্ধে কলকাতা শহরের মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত ধিক্কার মিছিল করেছিল তৃণমূল। এবার রাজ্যপালের পদত্যাগ এবং শাস্তি চেয়ে সরাসরি রাজভবন অভিযানে নামতে চলেছে তৃণমূলের শিক্ষা সেল।
সূত্রের খবর, এ ব্যাপারে আগামী শুক্রবার রাজভবনে অভিযান করতে চাইছে তৃণমূল সমর্থিত শিক্ষা সেলের ওয়েবকুপার সদস্যরা। ওই দিন ধর্মতলার ওয়াই চ্যানেলে জমায়েতও করবেন তৃণমূলের শিক্ষা সেলের কর্মীরা। সূত্রের খবর, ইতিমধ্যে এ ব্যাপারে কলকাতা পুলিশের কাছে অনুমতিও নিয়েছেন তাঁরা।
ওয়েবকুপার অন্যতম সদস্য মণিশঙ্কর মণ্ডল বলেন, “রাজ্যপাল বলে কি সাত খুন মাফ নাকি! সংবিধানের সুরক্ষাকবচকে ব্যবহার করে উনি যা খুশি করতে পারেন না। অভিযোগের যথাযথ তদন্ত চাই এবং রাজ্যপালের পদত্যাগের দাবিতেই এই কর্মসূচি।"
প্রসঙ্গত, রাজভবনের কর্মী শ্লীলতাহানির অভিযোগ আনার পরই সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন রাজ্যপাল। এমনকী ঘটনার দিনের রাজভবনের সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এনেছিলেন। তারপরই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছিল, রাজ্যপাল তাঁর চেম্বারের ছবি কেন সামনে আনলেন না। এরই মাঝে এবার রাজ্যপালের বিরুদ্ধে আন্দোলনে নামতে চলেছে তৃণমূলের শিক্ষক সংগঠন। ভোটের মাঝে যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।