শেষ আপডেট: 5th November 2024 13:08
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর আন্দোলনের অন্যতম মুখ কিঞ্জল নন্দর শ্বশুরের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা রয়েছে বলে দাবি নবগঠিত জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের (ডব্লিউবিজেডিএ)।
ওই প্রসঙ্গ টেনে এক ভিডিও বার্তায় কিঞ্জলদের বিরুদ্ধে আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের পক্ষ নেওয়ার বড় অভিযোগও এনেছে ডব্লিউবিজেডিএ।
ঘটনার সূত্রপাত, আরজি কর কাণ্ডে ধর্ষণ-খুন কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে সোমবার শিয়ালদহ আদালতে হাজির করিয়েছিল সিবিআই। আদালত থেকে প্রিজন ভ্যানে ওঠার সময় সঞ্জয় দাবি করে, ‘‘প্রকৃত অপরাধীদের বাঁচানোর জন্য আমাকে ফাঁসানো হয়েছে। সরকারই ফাঁসাচ্ছে।" এও বলে, "ডিপার্টমেন্ট আমাকে চুপ থাকতে বলেছে। তাই এখনও চুপ রয়েছি। কিন্তু এটা কি ন্যায়? ভারতীয় সংবিধানের ন্যায়?’’
এরপরই জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে কিঞ্জল নন্দ সিবিআই তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘‘সঞ্জয় রায়কে কে বা কারা ফাঁসাল? কেন ফাঁসাল? এর উদ্দেশ্য কী?’’
এই প্রসঙ্গেই কিঞ্জল এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টকে আক্রমণ করে জুনিয়র ডাক্তারদের অপর সংগঠন ডব্লিউবিজেডিএ-র তরফে অতনু বিশ্বাস বলেন, ‘‘ঘটনার দিন আরজি কর হাসপাতালের সিসিটিভি ফুটেজে সঞ্জয় রায়কে দেখা গিয়েছিল। তাহলে তাকে আড়ালের চেষ্টা কেন করছেন কিঞ্জলরা?"
খানিক থেমে জবাবও দিয়েছেন নিজেই। তাঁর কথায়, "শ্বশুরের বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। ফলে ওদের পক্ষে ধর্ষকের সমর্থন করার ঘটনা খুবই স্বাভাবিক।"
এ ব্যাপারে কিঞ্জলের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের বক্তব্য, আরজি করের নির্যাতিতার বিচারের দাবির মুখকে ঘুরিয়ে দিতেই এসব মিথ্যে কুৎসা করা হচ্ছে। সংগঠনের আরও বক্তব্য, কারও বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনা মানেই তাকে দোষী বানিয়ে দেওয়া ঠিক নয়।
অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে নতুন করে শোরগোল তৈরি হয়েছে সব মহলে।