শেষ আপডেট: 10th August 2023 18:04
দ্য ওয়াল ব্যুরো: মরশুমের প্রথম ডার্বি (Derby Match) নিয়ে ময়দান জাগছে। শনিবার যুবভারতীতে ম্যাচ। এবার দুটি দলই প্রায় নতুন বলা চলে। বহু তারকাদের এবারই প্রথম ডার্বি ম্যাচ হতে চলেছে। মোহনবাগানে (Mohun Bagan Secretary) যাও বা চেনা মুখদের দেখা যাবে। ইস্টবেঙ্গল (East Bengal) একেবারে নতুন দল। কোচ কার্লোস কুয়াদ্রাদও ময়দানে নতুন অতিথি।
ডুরান্ডের টিকিট নিয়ে অশান্তি চলছে ময়দানে। সকাল থেকে থিকথিক করছে ভিড়। ঠায় রোদে, কখনও বা বৃষ্টির মধ্যে ছাতা মাথা দিয়ে অন্ততকাল ধরে অপেক্ষা করছেন সমর্থকরা।
প্রিয় দলের খেলা মাঠে গিয়ে দেখতে চান। মোহনবাগান ও ইস্টবেঙ্গল মাঠে দুপুর ১২টা থেকে সন্ধে ছয়টা পর্যন্ত টিকিট দেওয়া হয়েছে। সবাই তাড়াতাড়ি এসে লাইনে দাঁড়িয়ে গিয়েছেন।
এদিকে, দুই প্রধানের খেলা নিয়ে দুই শিবিরও চাঙ্গা। লাল হলুদ শিবির চাপে রয়েছে সেনাদের সঙ্গে ছায়াযুদ্ধ নিয়ে। পাশাপাশি বরং মোহনবাগান সচিব লাল হলুদ দলকে কটাক্ষ করেছেন।
ডার্বির টিকিট বিক্রি নিয়ে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেছেন, ‘ডুরান্ড কাপের সভা থেকে ওয়াকআউট করে ঠিক কাজ করেনি ইস্টবেঙ্গল। ওরা ভিআইপি টিকিট নেয়নি। আমরা হলে তো কোনও টিকিটই নিতাম না। আমি তো শুনছি ওদের মাঠে লোকই নেই। বারবার ডার্বিতে হার কারা দেখতে যাবে!’
দেবাশিস আরও বলেছেন, ‘আসলে লাল হলুদ কর্তারা ভয়ে মাঠে যাচ্ছেন না। হারলে তো আবার কৈফিয়ত দিতে হবে সমর্থকদের। তারচেয়ে ক্লাবে বসে টিভি দেখা অনেক ভাল! ইস্টবেঙ্গল নবম ডার্বি ম্যাচও হারবে।’
ইডেনে আগুন: ড্রেসিংরুমে বসানো হচ্ছে স্প্রিঙ্কলার, অন্তর্ঘাতের প্রসঙ্গ ওড়ালেন সিএবি সভাপতি