শেষ আপডেট: 24th September 2023 09:32
দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগান ও ইস্টবেঙ্গল ইন্ডিয়ান সুপার লিগে (ISL) খেললেও কলকাতা ময়দানের অন্যতম প্রধান ক্লাব মহামেডানের (Mohammedan SC) ভাগ্যে এখনও আইএসএল খেলার শিঁকে ছেড়েনি। তবে এবার সেই সম্ভাবনাই প্রকট হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিদেশ সফর সেরে ফেরার পরই মিলল সুখবর। বিশ্ববিখ্যাত এক সংস্থা 'ইনভেস্টর' হতে পারে মহামেডান স্পোটিং ক্লাবের। তারপরই আইএসএল খেলতে পারে বাংলার এই ক্লাব।
রবিবার তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে (টুইটার) একটি পোস্ট করেন। সেখানে কুণাল লেখেন, 'মহামেডান যাতে আইএসএল খেলে, তার উদ্যোগ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাইয়ের বিখ্যাত সংস্থার সঙ্গে আলোচনা ফলপ্রসূ।'
প্রসঙ্গত, দুবাইয়ে শিল্প সম্মেলনের আগে লুলু গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছিলেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। নিউটাউনে লুলু গোষ্ঠী শপিং মল তৈরি করতে পারে। সেইসঙ্গে মাছ প্রক্রিয়াকরণ, পোল্ট্রি, দুগ্ধ এবং মাংস প্রক্রিয়াকরণ সহ বিভিন্ন খাতে বিনিয়োগের ব্যাপারে যে লুলু গোষ্ঠী আগ্রহ প্রকাশ করেছে তাও জানান বাংলার মুখমন্ত্রী।
সূত্রের খবর, এই বৈঠকে কলকাতা ময়দানের তিন প্রধান ক্লাবের বিনিয়োগ নিয়েও কথা হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে ছিলেন মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান কর্তারা। সেই বৈঠকে ইনভেস্টর হতে রাজি হয়েছে লুলু গোষ্ঠী, এমনই খবর।
বাংলা থেকে প্রথম মোহনবাগান আইএসএল খেলা শুরু করে। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে বিনিয়োগকারী নিয়ে জট তৈরি হয়েছিল। মুখ্যমন্ত্রীর উদ্যোগে সেই জট কাটে। আইএসএল খেলা শুরু করে ইস্টবেঙ্গল। কিন্তু মহামেডান এখনও আইএসএলে পা দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মহামেডান যে আইএসএল খেলবে তা বলেছেন। এবার বিদেশ সফরে গিয়ে মমতা সেই সম্ভাবনাকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছেন।
ক্রীড়া বিশেষজ্ঞদের অভিমত, আইএসএল খেলতে গেলে মহামেডানকে আইলিগে ভাল পারফরম্যান্স করতে হবে। আইলিগের প্রথম দু'টি দলের মধ্যে থাকতে হবে তাদের। যেমন এবার পাঞ্জাব এফসি আইলিগে চ্যাম্পিয়ন হয়ে সরাসরি আইএসএলে খেলার যোগ্যতা পেয়েছে। তবে রানার্স হলে আবার যোগ্যতা বাছাই পর্ব খেলে উঠতে হবে। এটাই নিয়ম। অনেকের মতে মহামেডান বিনিয়োগকারী পেলে ভাল দল গড়তে পারবে, সেটাই ভবিষ্যতে ইতিবাচক দিক হবে কলকাতা ময়দানের এই ঐতিহ্যবাহী ক্লাবের জন্য।
আরও পড়ুন: মমতাকে ফের চিঠি লিখলেন রাজ্যপাল, 'কেমন হল বিদেশ সফর'