শেষ আপডেট: 21st June 2023 08:42
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকায় পা রেখেই যোগাসন নিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার আন্তর্জাতিক যোগ দিবস। রাষ্ট্রপুঞ্জে বিগত নয় বছরের মতো এবারও পালিত হবে যোগ দিবসের অনুষ্ঠান। এবার সেই অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন মোদী। ভারতীয় সময় অনুযায়ী বুধবার সন্ধেবেলায় শুরু হতে যাচ্ছে সেই পর্ব। তার আগে আমেরিকায় পা রেখে প্রধানমন্ত্রী ভিডিও বার্তায় বিশ্ববাসীকে যোগ দিবসের শুভেচ্ছা জানিয়ে 'এক ভারত শ্রেষ্ঠ ভারত মন্ত্র' স্মরণ করালেন।
শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক চেতনার বিকাশে শরীর চর্চার এই ভারতীয় পদ্ধতিকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তুলতে ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে ঘোষণা করে রাষ্ট্রপুঞ্জ। আর এই ব্যাপারে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উদ্যোগের প্রতি সম্মান জানাতে এ বছর রাষ্ট্রপুঞ্জের সদর দফতরের অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী যোগাসনের নানা গুণ তুলে ধরেন। বলেন, যোগ এক অতুলনীয় ঐতিহ্যশালী ভারতীয় পদ্ধতি যা ব্যক্তিকে সমাজ, গোষ্ঠীর সঙ্গে জুড়তে সাহায্য করে, সংঘাত, বাধা, বিপত্তি এড়াতে শেখায়।
প্রধানমন্ত্রী আরও বলেন, ভারতীয়রা নতুন ধারণাকে স্বাগত জানায়, সেগুলি সংরক্ষণ করে এবং দেশের সমৃদ্ধ বৈচিত্র্য উদযাপন করে।
যোগব্যায়াম এই ধরনের অনুভূতিকে শক্তিশালী করে, অভ্যন্তরীণ দৃষ্টিকে প্রসারিত করে। তাঁর কথায়, সেই চেতনার সঙ্গে আমাদের সংযুক্ত করে যোগাসন। আমাদের মধ্যে জীবের একতা, ভালবাসার ভিত্তি তৈরি করে। তাঁর মতে এক ভারত শ্রেষ্ঠ ভারত এর এক দৃষ্টান্ত হল যোগাসন।
আমেরিকার প্রেসিডেন্ট জো বাই়ডেনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী বুধবার সকালে সে দেশে পৌঁছেছেন। আগামীকাল হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জ্ঞাপন এবং এবং তাঁর সম্মানে নৈশ ভোজের আয়োজন করেছেন বাইডেন। মোদীর এই সফর কূটনীতির ভাষায় রাষ্ট্রীয় সফর। কারণ, খোদ মার্কিন প্রেসিডেন্ট তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন। কূটনৈতিক সম্পর্কের নিরিখে যা অত্যন্ত সম্মানের এবং তাৎপর্যপূর্ণ। ভারতকে বাইডেনের দেশ কতটা গুরুত্ব দিচ্ছে এই সিদ্ধান্তেই তা প্রতিফলিত।
ভারতের প্রধানমন্ত্রী এই সফরে মার্কিন সংসদের যৌথ সভায় ভাষণ দেবেন। সেটাও এক বিরল সম্মান। তেমনই এক বিশেষ সম্মানের অনুষ্ঠান হিসাবে বিবেচিত হচ্ছে ২১ জুন যোগ দিবসের অনুষ্ঠানটি। ২৪ জুন পর্যন্ত আমেরিকায় থাকবেন প্রধানমন্ত্রী।
রাষ্ট্রপুঞ্জের তরফে জানানো হয়েছে, সদর দফতরের উত্তরপ্রান্তে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে অনুষ্ঠিত হবে যোগ দিবসের অনুষ্ঠানটি। রাষ্ট্রপুঞ্জের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঐতিহাসিক যোগ দিবসের অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, রাষ্ট্রদূত, সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের বিভিন্ন সম্প্রদায়ের বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। সকলকে যোগাসনে অংশ নিতে অনুরোধ করা হচ্ছে।
প্রসঙ্গত, ২০১৫-তে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে প্রধানমন্ত্রী মোদী যোগাসনের গুরুত্ব তুলে ধরে এর আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করেছিলেন। তিনি বলেছিলেন, ‘যোগ আমাদের প্রাচীন ঐতিহ্যের একটি অমূল্য উপহার। যোগব্যায়াম মন এবং শরীরের সংযোগকে মূর্ত করে।’ সেই বছরই ১৭৫টি দেশের উপস্থিতিতে রাষ্ট্রপুঞ্জ ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিসব হিসাবে ঘোষণা করে।
মনোরঞ্জন তৃণমূলের পদ ছাড়লেন, খাবেন কী? সেই ভেবে বিধায়ক পদ ছাড়ছেন না