শেষ আপডেট: 14th February 2019 02:42
মোদী এবার শাড়িতেও!
দ্য ওয়াল ব্যুরো: ‘হর হর মোদী, ঘর ঘর মোদী’! এই স্লোগানের সঙ্গে ‘অচ্ছে দিন’ বা ‘অগলে বার মোদী সরকার’। এসব তো খুব পরিচিত দেশের আম আদমির কাছে। এই স্লোগানগুলোর সঙ্গেই ৫৬ ইঞ্চির ছাতির প্রধানমন্ত্রীকে মনে পড়ে সকলের। কিন্তু এবার চমক অন্য জায়গায়। দেশের প্রধানমন্ত্রী এবার দেশের মহিলাদের অঙ্গে শোভা পাবেন। শাড়িতে এবার নরেন্দ্র মোদী। ২০১৯ এর লোকসভা নির্বাচনের পারদ যখন চড়ছে দেশজুড়ে, তখনই মোদী শাড়ি বাজারে এনে ফেললেন গুজরাটের সুরাটের এক শাড়ি বিক্রেতা।
ওই ব্যবসায়ী রৌনক শাহ জানাচ্ছেন, চার রকম স্টাইলে এই শাড়ি বানানো হয়েছে। মহিলারা এগুলো হটকেকের মতো কিনছেনও। ডিজিটাল প্রিন্ট করে শাড়িগুলো বানানো হয়েছে সিল্ক মেটেরিয়ালের উপর। কোথাও বা মোদীর মুখ আর ব্যাকগ্রাউণ্ডে অনেক ফুলের ছবি, আবার কোনোটায় ১০০০ টাকার ডিজাইনে মোদীজির মুখের ছবি। সব শাড়িই মহিলারা আনন্দের সঙ্গে নিচ্ছেন। মোদী দেশের ১৪তম প্রধানমন্ত্রী। তিনি গুজরাটে মুখ্যমন্ত্রী ছিলেন ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত। গুজরাটি পরিবারে জন্ম তাঁর। তাই গুজরাটের মানুষের এক্ষেত্রে বিশেষ ভাবাবেগ কাজ করে। তবে রৌনক বলছেন, মোদী দিয়ে শুরু করলেন এরপরে অন্য রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি দিয়েও শাড়ি রাখবেন তাঁর দোকানে।তবে রৌনক বলছেন এই উদ্যোগ একান্তই ব্যক্তিগত। এতে কোনও রাজনৈতিক প্রচারের কথা তিনি এড়িয়ে যাচ্ছেন।
এর আগেও মোদীর সমর্থনে বিয়ের কার্ড দেখেছি আমরা। হায়দ্রাবাদে ৬৮ বছরের সুভাষ রাও কিষাণ রাও ইয়াণ্ডে তাঁর পরিবারে বিয়ের কার্ডে ছেপে বলেছিলেন, বর বৌকে উপহার দেওয়ার দরকার নেই। বরং ২০১৯ এর লোকসভা নির্বাচনে মোদীকে আবারও দেশের প্রধানমন্ত্রী করার জন্য ভোট দাও। আগের বছর দিওয়ালিতে সুরাটে একটি গয়নার দোকানে সোনা রুপোর বারে প্রধানমন্ত্রীর মুখ ছাপা হয়েছিল, যাতে বিক্রি বেশি হয়। এছাড়াও মোদীর মুখ আঁকা কফি মাগ বা টি শার্ট দেদার বিকিয়েছে দেশের বিভিন্ন জায়গায়। এবার শাড়ি কতটা প্রভাব ফেলে আসন্ন লোকসভা নির্বাচনে, সেটাই এখন দেখার।