শেষ আপডেট: 25th September 2023 07:40
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে পৌঁছেছেন (Modi in Bhopal)। এই মুহূর্তে তিনি সেখানে নির্বাচনী জনসভায় ভাষণ দিচ্ছেন। মঞ্চে থাকা দলের মহিলারা সংবর্ধনা দেন মহিলা সংরক্ষণ বিল সংসদে (Women Reservation Bill) পাশ করানোর জন্য।
গত সপ্তাহে প্রায় সব দলের সমর্থনে মহিলা বিল পাশ (Women Reservation Bill) হলেও বিরোধীরা বারে বারে দাবি তোলে ওই বিলে ওবিসি-দের জন্য কোটা রাখা হোক। অতীত অবস্থান বদলে সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অধীর চৌধুরীরা এই দাবিতে সরব হন। গলা মেলান অন্য বিরোধী নেতারাও।
কিন্তু সরকার সেই দাবিতে সাড়া দেয়নি। সরকারের তরফে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় সরকারের মন্ত্রী এবং বিজেপির সাংসদদের মধ্যে ওবিসি প্রতিনিধির সংখ্যা তুলে ধরে দাবি করেন, সরকার এই ব্যাপারে সচেতন। কিন্তু কেন ওবিসি-দের সংরক্ষণ দেওয়া সম্ভব নয় তার স্পষ্ট ব্যাখ্যা সরকারের তরফে মেলেনি।
অন্যদিকে, বিল পেশের দিনই ওবিসি সংরক্ষণ নিয়ে সরব হয়ে বিজেপি নেত্রী উমা প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লেখেন। দাবি করেন, মহিলাদের জন্য সংরক্ষিত এক তৃতীয়াংশ মহিলা আসনের মধ্যে এসসি-এসটির পাশাপাশি ওবিসিদের জন্যও কোটা বরাদ্দ করা হোক।
গত মঙ্গলবার সংসদের নতুন ভবনে অধিবেশনের পয়লা দিনে মহিলা সংরক্ষণ বিল পেশ করে নরেন্দ্র মোদী সরকার। আগের দিন সোমবার মন্ত্রিসভার বৈঠকের পরই প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, সংসদের এই অধিবেশন ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। পরে বিলটি পাশ হয়।
কিন্তু বিজেপির একাংশের বক্তব্য, বিলটি নিয়ে বিরোধীদের দিকে আঙুল তোলার তেমন অবকাশ নেই। কম-বেশি সব দলই বিলটি নিয়ে ইতিবাচক অবস্থান নিয়েছে। কিন্তু কবে সংরক্ষণ চালু হবে বিলে তার উল্লেখ নেই। বরং যে দুটি শর্ত আরোপ করা হয়েছে তাতে ঘোর অনিশ্চিয়তা দেখা দিয়েছে। কারণ, সংরক্ষণ চালু হবে পরবর্তী জনগণনা এবং লোকসভা ও বিধানসভার আসন এলাকা পুনর্বিন্যাসের পর। এই দুই ব্যপারে আবার সরকার নীরবতা রক্ষার সিদ্ধান্ত নিয়েছে।
ওবিসি কোটা চেয়েও বিরোধীদের সুরে বিজেপির একাংশ দলের অন্দরে সরব। এই ব্যাপারে প্রকাশ্যে যদিও মুখ খোলেন শুধু উমাই। মহিলা সংরক্ষণ বিলের জন্য যে মহিলা এমপিরা একটা সময় সংসদে নজরকাড়া ভূমিকা পালন করেছেন উমা তাঁদের অন্যতম। বরাবর নাটুকে আচরণের জন্য বিখ্যাত জঙ্গি মেজাজের নেত্রী উমা একদিন সংসদে নিজের আসনের উপর দাঁড়িয়ে উঠে মহিলা বিল পাশ করানোর দাবি জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে উমা সেই কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ওবিসি সংরক্ষণ বাদে মহিলা বিল অর্থহীন।
উমা নিজে মধ্যপ্রদেশে ওবিসি সম্প্রদায়ের অন্যতম মুখ। মূলত নিজের সম্প্রদায়ের সমর্থনের জোরে ২০০৩ সালে তিনি মধ্যপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী হন। তিনিই প্রথম গেরুয়া বসনধারী মুখ্যমন্ত্রী। দলের সঙ্গে নানা প্রশ্নে বিবাদের কারণে মূল স্রোত থেকে ছিটকে যাওয়া উমা প্রায়ই ফোঁস করেন। মধ্যপ্রদেশে তাঁর মদ বিরোধী আন্দোলন দলকে বিজেপির শিবরাজ সিং চৌহান সরকারকে বারে বারে বিপাকে ফেলেছে।
বিজেপির অন্দরমহলের খরব, উমা যে কথা সাহস করে প্রধানমন্ত্রীকে লিখেছেন এবং সোমবার টুইট করেছেন, তা অনেকেরই মনের কথা। প্রধানমন্ত্রী মোদী নিজেও ওবিসি সম্প্রদায়ের মানুষ। সেই প্রসঙ্গ টেনে দলের অনেকেই বলছেন, মহিলা বিল পাশ করানো যেমন ঐতিহাসিক পদক্ষেপ হয়েছে, তেমনই ওবিসি মহিলাদের সংরক্ষণের আওতা থেকে দূরে রাখাটা হবে দলের ঐতিহাসিক ভুল।
আরও পড়ুন: মোদীকে ১০-এ ৯ দিলেন নবীন, জল ঢাললেন বিরোধী জোটের তোলা অভিযোগে