শেষ আপডেট: 31st August 2023 13:34
দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৮ সেপ্টেম্বর লোকসভার বিশেষ অধিবেশন ডাকল কেন্দ্রীয় সরকার (Modi government)। চলবে ২২ তারিখ পর্যন্ত। পাঁচ দিনের এই অধিবেশনের (Parliament special session) কথা একটু আগে এক্স হ্যান্ডেলে ঘোষণা করেছেন সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। তবে আলোচ্য নিয়ে কোনও তথ্য জানাননি মন্ত্রী। কেন এই বিশেষ অধিবেশন, এজেন্ডা কী তা নিয়ে তুমুল কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। গত ১১ অগাস্ট শেষ হয় সংসদের বর্ষাকালীন অধিবেশন। এত অল্প সময়ের ব্যবধানে কেন ফের অধিবেশন ডাকা হল তা এখনও স্পষ্ট নয়।
চন্দ্রযানের সফল উৎক্ষেপণ ও অবতরণ নিয়ে ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়ে প্রস্তাব গ্রহণ করার ভাবনা আছে সরকারের।
দ্বিতীয় যে বিষয়টি নিয়ে চর্চা চলছে তা হল ফৌজদারী দণ্ডবিধি।
সংসদের বিগত অধিবেশনের শেষ দিনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা ভারতীয় ফৌজদারী দণ্ডবিধির সংশোধন চেয়ে তিনটি বিল রাজ্যসভায় পেশ করেছেন। এই তিনটি বিলকে বিরোধীরা বিশেষ গুরুত্ব না দিলেও সরকার পক্ষ বলছে, সংশোধিত আইন চালু হলে দেশে অপরাধ এবং সন্ত্রাস দমন এক নয়া মাত্রা পাবে। বিলটি এখন সংসদের স্থায়ী কমিটির বিবেচনাধীন।
গত ১১ অগাস্ট সংসদের বাদল অধিবেশন শেষ হয়েছে। কিন্তু ইতিমধ্যেই সংশোধিত বিল নিয়ে সংশ্লিষ্ট কমিটির এক দফা বৈঠক হয়ে গিয়েছে। ফলে বোঝাই যাচ্ছে মোদী সরকার সংশোধিত ফৌজদারী দণ্ডবিধি দ্রুত দেশে চালু করার পক্ষপাতী, যাতে এর সুফল লোকসভা ভোটের আগে দেশবাসীর সামনে তুলে ধরা যায়। ফলে সেই বিলটিও লোকসভা এবং রাজ্যসভা থেকে এই বিশেষ অধিবেশনে (Parliament special session) পাশ করিয়ে নেওয়া হতে পারে।
এছাড়া স্বাধীনতার অমৃত মহোৎসব চলছে। এই সময় কোন বিশেষ ঘোষণা কেন্দ্রীয় সরকার লোকসভা ভোটের আগে বাজিমাৎ করার চেষ্টা করতে পারে।
আরও পড়ুন: বাড়ি গিয়ে বুদ্ধবাবুকে দেখে এলেন নওসাদ, সঙ্গে নিলেন কই আর শিঙি মাছ