শেষ আপডেট: 6th May 2024 17:14
দ্য ওয়াল ব্যুরো: সকাল থেকে ভ্যাপসা গরম। আকাশ মেঘলা হলেও গলদঘর্ম হয়েছে শহরবাসী। রবিবার থেকে তাপমাত্রা কিছুটা নেমেছে। কিন্তু গরম কমেনি। আজ সোমবারই সেই প্রত্যাশিত দিন। চাতকের মতো আকাশ পানে চেয়ে বৃষ্টির প্রতীক্ষা করছে মহানগর। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, আর কয়েক ঘণ্টায় ঝেঁপে ঝড়বৃষ্টি আসছে। ২-৩ ঘণ্টার মধ্যেই পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি নামতে পারে। আপাতত, আর তাপপ্রবাহের সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত বলেছেন, আগামী ৪৮ ঘণ্টায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে গোটা দক্ষিণবঙ্গেই। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ঝাড়খণ্ডে। এই ঘূর্ণাবর্ত থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা চলে গেছে। এর ফল প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়।
আজ কালবৈশাখীর সতর্কতা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার গতিবেগে বা তার বেশি দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। পশ্চিমের জেলাগুলিতে ২-৩ ঘণ্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূমে। শুধু তাই নয়,ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে।
পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী জেলা – দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে সতর্কতা জারি হয়েছে। সমুদ্রে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের মঙ্গলবার অবধি সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
কলকাতা সহ দক্ষিণের সব জেলাতে আজ বিকেলের পর থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। কোথাও কোথাও ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।
মঙ্গলবার ১১ জেলাতে কালবৈশাখীর সতর্কতা জারি হয়েছে। কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। ১০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে।
বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে। ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির পরিমাণ বাড়বে।
জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে আজ বিকেলের পর ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে। সপ্তাহভর বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের আট জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে।