অভিযুক্ত প্রণব আনন্দ মণ্ডল
শেষ আপডেট: 10th November 2024 21:15
দ্য ওয়াল ব্যুরো: বেসরকারি সংস্থার টাওয়ার বসিয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠল। শনিবার রাতে মহারাষ্ট্র পুলিশের হাতে গ্রেফতার দুর্গাপুরের ফরিদপুর থানার বড়গড়িয়ার এক যুবক।
ধৃতের নাম প্রণব আনন্দ মণ্ডল। রবিবার ট্রানজিট রিমান্ডে ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। মহারাষ্ট্র পুলিশ সূত্রে খবর, মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তের মোবাইল টাওয়ার বসিয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই যুবক।
জানা যাচ্ছে, মহারাষ্ট্রের শাওনি থানা এলাকাতেও একই ঘটনা ঘটিয়েছে ধৃত প্রণব। কয়েকশো মানুষের সঙ্গে এই প্রতারণা করা হয়েছে বলে সূত্রের খবর। বিভিন্ন থানায় ধৃতের নামে অভিযোগ জমা পড়েছিল। পাশাপাশি মহারাষ্ট্রর শাওনির থানাতেও প্রতারণার অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।
এরপর প্রণবের কথা জানতে পারে মহারাষ্ট্র পুলিশ। শনিবার দুর্গাপুরের ফরিদপুর থানার আধিকারিকদের সঙ্গে নিয়ে বড়গড়িয়া এলাকা থেকে প্রণবকে গ্রেফতার করা হয়। এখনও পর্যন্ত ১৬ কোটি টাকা প্রতারণা করা হয়েছে বলে মহারাষ্ট্র পুলিশ সূত্রে জানা গেছে।
এদিন দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে ধৃতের জামিন নাকচ করে তিন দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেন বিচারপতি। মহারাষ্ট্র পুলিশ সূত্রে আরও জানা গেছে , শুধু প্রণব আনন্দ মণ্ডল নয়, বেশ কিছু যুবক কলকাতাতে বসে এই চক্র চালাত। তাদের মধ্যে প্রণব অন্যতম।
প্রতারককে মহারাষ্ট্রে নিয়ে জেরা করে এই চক্রের সঙ্গে আরও কতজন জড়িত আছে তা জানার চেষ্টা করা হবে বলে খবর। এর পাশাপাশি অভিযোগ নিয়ে আরও তদন্ত চালানো হবে বলেও জানিয়ে রেখেছে মহারাষ্ট্র পুলিশ ।