শেষ আপডেট: 13th March 2025 13:41
দ্য ওয়াল ব্যুরো: বিভাজনের রাজনীতি মানা কঠিন হয়ে উঠছিল - এই মন্তব্য করেই তৃণমূলের (TMC) পতাকা হাতে তুলে নিয়েছিলেন হলদিয়ার (Haldia) বিধায়ক তাপসী মণ্ডল (Tapasi Mondal)। দলবদলের মাত্র কয়েক দিনের মধ্যে বড় দায়িত্ব পেলেন তিনি। তবে তাপসীর নতুন পদ পাওয়াকে কটাক্ষ করছে বিরোধী রাজনৈতিক শিবির। তাঁদের দাবি, 'এটা দলবদলের উপহার'।
গত ১০ মার্চ বিধানসভা থেকে সোজা তৃণমূল ভবনে গিয়ে শাসক শিবিরে যোগ দিয়েছিলেন হলদিয়ার বিধায়ক। সেই দলবদলের মাত্র ৩ দিনের মধ্যেই তাঁকে নয়া পদ দেওয়া হল। রাজ্যের নারী ও শিশুকল্যাণ ও সমাজকল্যাণ দফতরের অধীনে থাকা নারী উন্নয়ন বোর্ডের চেয়ারপার্সন করা হয়েছে তাপসী মণ্ডলকে। তাঁর সঙ্গে বোর্ডে রয়েছেন আরও ৬ জন আইএএস-ডব্লুবিসিএস আধিকারিক।
সিপিএম থেকে বিজেপিতে এসেছিলেন তাপসী। শোনা যায়, শুভেন্দু অধিকারী গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর তাঁর ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন তিনি। শুভেন্দুর নেতৃত্বাধীন পরিষদীয় দলের সদস্যও ছিলেন বিধায়ক। কিন্তু ২০২৬ সালে বিধানসভা ভোটের প্রায় এক বছর আগে বিজেপি ছাড়লেন তাপসী মণ্ডল। কারণ হিসেবে দায়ী করেছেন, বিজেপির বিভাজনের রাজনীতিকে।
তৃণমূল ভবনে মন্ত্রী অরূপ বিশ্বাসের পাশে বসে শাসক শিবিরে যোগ দেওয়ার কারণ বলতে গিয়ে তাপসী বলেছিলেন, ''প্রগতিশীল এই বাংলার মাটিতে যেভাবে বিভাজনের রাজনীতি চলছে, তা বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন। মানুষের উন্নয়নের জন্য কাজ করাই আমাদের কাজ, ধর্ম। তাই বিভাজনের রাজনীতি আমার জন্য মেনে নেওয়া কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছিল। বিভিন্নভাবে প্রতিবাদ করার পরও তার কোনও পরিবর্তন হয়নি। তাই প্রগতিশীল বাংলাকে রক্ষা করতে তৃণমূলে যুক্ত হলাম।'' তাপসী এও জানান, হলদিয়াবাসীর উন্নয়নের জন্য বিশেষভাবে কাজ করতে চান তিনি।
তাপসী মণ্ডল যে দলবদল করবেন তা নাকি আগে থেকেই তিনি জানতেন, এমন দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই তাপসীর বেরিয়ে যাওয়া বিজেপির জন্য ধাক্কা এমনটা মনে করেন না তিনি। বরং দাবি করেছেন, মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাসের মতো দলবদলুদের মতো তাপসী মণ্ডলকেও হারাবেন তাঁরা।