Date : 20th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
বেনজির: সুইস ব্যাঙ্কে গত বছরে বাংলাদেশিদের জমার অঙ্ক ৩৩ গুণ বেড়েছে, কারা রাখল এত টাকাবৃষ্টির ইনিংস জারি থাকবে রাজ্যে, আগামী ক'দিন ভিজবে এই জেলাগুলিস্পার্ম ডোনেশনে ১০০ সন্তানের জন্ম! সম্পত্তি ভাগের পরিকল্পনা টেলিগ্রাম প্রতিষ্ঠাতারউড়ানে কাটছাঁট! ১৬টি রুটে কমবে ফ্লাইট, ৩টি রুটে সাময়িক বন্ধ এয়ার ইন্ডিয়ার পরিষেবাAir India Crash: মূল তথ্য সংগ্রহ এবং উদ্ধারকাজ শেষ, ধ্বংসাবশেষ নিয়ে যাওয়া হবে বিশেষ জায়গায়এই নিয়ে সাতবার! ফের পিছিয়ে গেল শুভাংশু শুক্লার মহাকাশ অভিযান, কী বলল নাসাভোটের ভিডিও, ছবি মাত্র ৪৫ দিন সংরক্ষণ করবে কমিশন! অনিয়ম আড়ালের চেষ্টা, মনে করছে বিরোধীরাইরান-ইজরায়েল যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করবে? সপ্তাহ দুয়েকের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্পঅসুস্থ হয়ে পড়লেন অনশনরত দৃষ্টিহীন শিক্ষক, তড়িঘড়ি ভর্তি করা হল আরজি কর হাসপাতালেজ্বালানি কম, বিপদ এড়াতে গুয়াহাটি-চেন্নাই ইন্ডিগো বিমান ঘুরে গিয়ে নামল বেঙ্গালুরুতে
Tapas Saha

প্রয়াত তাপস সাহা, ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তেহট্টের বিধায়ক

কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

প্রয়াত তাপস সাহা, ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তেহট্টের বিধায়ক

তাপস সাহা

শেষ আপডেট: 15 May 2025 14:11

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত তেহট্টের বিধায়ক তাপস সাহা (Tapas Saha)। বৃহস্পতিবার সকাল ৮:১৫ নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বুধবার বাড়িতে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেয়েছিলেন বিধায়ক (MLA)। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। সেখানে পরিস্থিতি আশঙ্কাজনক বুঝে কলকাতায় স্থানান্তর করা হয় তাপস সাহাকে। বৃহস্পতিবার সকালে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মাথায় গুরুতর চোট লাগার কারণে তাঁর ব্রেনস্ট্রোক (Brain Stroke) হতে পারে এই আশঙ্কাই করেছিলেন চিকিৎসকরা। বিধায়কের মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছিল বলেও খবর মিলেছিল। তেহট্ট মহকুমা হাসপাতালে অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল তাঁকে। পরে অবস্থার অবনতি হলে কলকাতায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে পাঠিয়ে দেওয়া হয়। বুধবার রাত থেকে শহরের এক বেসরকারি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে আসে খারাপ খবর। বিধায়কের প্রয়াণে শোকের ছায়া নদিয়া জেলায়।

গত বছরেই নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সামনে এসেছিল তাপস সাহার নাম। চাকরি দেওয়ার নাম করে তিনি কয়েক কোটি টাকা তুলেছিলেন বলে অভিযোগ ওঠে। তাঁর কণ্ঠস্বরও সংগ্রহ করে সিবিআই। শুধু তাই নয়, একাধিকবার জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। তবে তাপস সাহা প্রতিবারই বলেছিলেন, তিনি সহযোগিতা করবেন।

২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তাপস সাহা। এর পরে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি তেহট্ট থেকে নির্বাচিত হয়েছিলেন। তাঁর প্রয়াণে দলীয় কর্মীরা স্বাভাবিকভাবে ভেঙে পড়েছেন। 

দলীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন তাপস সাহা। তারপর বেঙ্গালুরুতে গিয়েছিলেন চিকিৎসার জন্য। এরপর অবশ্য পুরোদমে দলের কাজকর্ম শুরু করেন কিন্তু বুধবার ফের অসুস্থ হয়ে পড়ায় তাঁকে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

বেলায় প্রয়াত বিধায়কের দেহ আনা হয়েছিল বিধানসভায়। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দেখা যায় তৃণমূলের অন্যান্য মন্ত্রী, বিধায়কদেরও। 


ভিডিও স্টোরি