শেষ আপডেট: 22nd November 2023 14:44
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: পুলিশকে হুঁশিয়ারি দিয়ে এবার খবরের শিরোনামে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। অভিযোগ, ভাঙড় মহাবিদ্যালয়ের ছাদে বাজি পোড়ানো চলছিল। সেই খবর পৌঁছয় পুলিশের কাছে। পুলিশ কলেজে গিয়ে নিষিদ্ধ শব্দবাজি পোড়াতে বারণ করলে বিধায়কের হুমকির মুখে পড়ে।
শনিবার এমএলএ কাপের উদ্বোধনে এসেছিলেন বিধায়ক শওকত মোল্লা। অনুষ্ঠানের পর মঞ্চের পিছনে বাজি পোড়াচ্ছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। অভিযোগ, মঞ্চ লাগোয়া কলেজের ছাদ থেকে বাজি পোড়ানো চলছিল। প্রথমে শওকত মোল্লাও দলের কর্মীদের বাজি পোড়াতে বারণ করেন। কিন্তু স্থানীয়সূত্রে জানা গেছে, ২৬টা পটকা একসঙ্গে ফাটবে এমন একটা বাজিতে তখন সদ্য আগুন ধরানো হয়েছে। তাই কোনওভাবেই সেই বাজির নিয়ন্ত্রণ তাদের হাতে ছিল না।
এদিকে পুলিশ তখন তৃণমূল কর্মীদের বাজি ফাটানো বন্ধ করতে বলছে। অ্যাডিশনাল এসপি (হেডকোয়ার্টার্স) ইন্দ্রবদন ঝা ঘটনাস্থলে গিয়ে তৃণমূল কর্মীদের গ্রেফতার করার হুঁশিয়ারি দেন বলে তাঁরা বিধায়কের কাছে এসে অভিযোগ জানান। এরপরেই বিধায়ক মেজাজ হারান বলে অভিযোগ।
বুধবার একটি ভিডিও ভাইরাল হতেই এই নিয়ে শোরগোল পড়ে যায়। সেই ভিডিওতে পুলিশকে লক্ষ্য করে শওকত মোল্লাকে ক্ষোভ জানাতে দেখা যায়। যদিও এই ভিডিওর সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি। এ ব্যাপারে শওকত মোল্লার কোনও প্রতিক্রিয়াও এখনও পাওয়া যায়নি। পেলে তা আপডেট করা হবে।