মিঠুন চক্রবর্তী।
শেষ আপডেট: 18 August 2024 17:48
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে ছাত্রী খুন ও ধর্ষণ কাণ্ডের প্রতিবাদ আন্দোলিত সমাজ। দেশজুড়ে শুরু হয়েছে আন্দোলন। রবিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন পদ্ম পুরস্কারপ্রাপ্ত ৭০ জন চিকিৎসক। এবার আরজি কর কাণ্ডে কড়া প্রতিক্রিয়া জানালেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।
এদিন এক ভিডিও বার্তায় আরজি কর কাণ্ডের তীব্র নিন্দা করে মিঠুন বলেছেন, “আমি অনেক দিন ধরে, অনেক জায়গায় একই কথা বলে এসেছি যে, আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই ভয়াবহ হয়ে উঠবে। বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারিয়ে ফেলছি।”
নির্যাতিতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মিঠুন আরও বলেন, “ওঁর পরিবারের প্রতি আমার সম্পূর্ণ সহানুভূতি রইল, আর যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, যত দ্রুত সম্ভব তাদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করা হোক।”
প্রসঙ্গত, আরজি কর নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়ে শোরগোল ফেলে দিয়েছেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ও। এ ঘটনায় কলকাতা পুলিশ কমিশনার এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে হেফাজতে নিয়ে সিবিআই জেরার দাবি তুলেছেন তিনি।
নিজের দাবির সপক্ষে একাধিক প্রশ্নও রেখেছেন তিনি। সুখেন্দুশেখরের মতে, "কারা আত্মহত্যার কথা রটিয়েছিল? কেন ৩দিন পরে ঘটনাস্থলে স্নিফার ডগ? কেন সেমিনার হলের দেওয়াল ভাঙা হল? এরকম শতাধিক প্রশ্ন আছে। সিপি, প্রাক্তন অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জেরা করুক সিবিআই। তাহলেই জানা যাবে কীভাবে তাঁরা এতটা প্রভাবশালী, কাদের আশ্রয়ে এই কর্মকাণ্ড।"