শেষ আপডেট: 24th August 2022 17:54
দ্য ওয়াল ব্যুরো: ডুরান্ড কাপের (Durand Cup) ম্যাচের সময়ও বুধবার গ্যালারি জুড়ে একাংশের প্রতিবাদ ছিল রিমুভ এটিকে (ATKMB)। মোহন কর্তাদের অনেকেই খেলা দেখতে যুবভারতী যান না, পাছে সমর্থকদের বিদ্রোহের মুখে পড়তে হবে। কিন্তু যেভাবে এটিকে সরাও আন্দোলন চলছে, তাতে আগামী দিনে আরও এই বিক্ষোভ বড় আকার ধারণ করতে পারে।
তার মধ্যেই ডুরান্ড চলাকালীন এক অপ্রীতিকর ঘটনা ঘটেছে কলকাতার তাজ বেঙ্গল হোটেলে। ওই হোটেলে বর্তমানে রয়েছেন এটিকে মোহনবাগানের ফুটবলার ও কোচেরা।
বাগানে জয়ের দেখা নেই, লিস্টনের গোলে এগিয়েও তিন পয়েন্ট অধরা
ওই বিলাসবহুল হোটেলের রেস্তোরাঁয় ফুটবলারদের দিক নির্দেশ করার জন্য একটি বোর্ডে প্রথমে লেখা হয়, এটিকে। তার আগে ও পরে মোহনবাগান না থাকায় প্রতিবাদের ঝড় ওঠে। হোটেলে থাকা কয়েকজন মোহনবাগান সমর্থক ছবি তোলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ঘৃতাহূতির কাজ করেছে।
এই নিয়ে মাঠেও প্রতিবাদ হয়। তারপরেই হোটেল কর্তৃপক্ষের টনক নড়ে। তাঁরা এদিনই সকালে আগের বোর্ডটি পালটে এটিকেএমবি করে দেয়। তার মধ্যে মোহন জনতার একাংশ দাবি করতে থাকে, লাল হলুদ সমর্থকরাই ইচ্ছে করে ফটোশপ করে এই কাণ্ড ঘটিয়েছে।
যদিও বেশিরভাগের রাগ গিয়ে পড়েছে সবুজ মেরুন কর্তাদের দিকে। কেউ কেউ বলেছেন, এটিকে আধিকারিকরা যেহেতু হোটেলে থাকার টাকা দিয়েছেন, তাই ইচ্ছে করেই শুধু এটিকে লেখা হয়েছিল। এতে মোহনবাগান ক্লাবের মতো বড় প্রতিষ্ঠানকে অবজ্ঞা করা হয়েছে।
হোটেল কর্তৃপক্ষ অবশ্য ভুল শুধরে নিয়ে এটিকেএমবি বোর্ড লাগাতেই সেই রাগ ঠান্ডা হয়েছে, না হলে এটি নিয়েও বিক্ষোভ হতো ক্লাবে।