শেষ আপডেট: 14th December 2024 18:46
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সোনার ব্যবসায়ীর থেকে ১১ লক্ষ টাকার সোনার গয়না এবং নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা। শুক্রবার রাত সাড়ে নটা নাগাদ উনশানির সুভাষপল্লিতে ঘটনাটি ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে, জগাছা থানার পুলিশ।
আন্দুল ঝোড়হাটে সোনার দোকানের মালিক প্রশান্ত মল্লিক। প্রতিদিনের মতো গতকাল রাতেও তিনি দোকান বন্ধ করার পর ব্যাগে করে বিয়ের অর্ডারের সোনার গয়না এবং নগদ পনেরো হাজার টাকা নিয়ে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে ঠিক ২০০ মিটার দূরে আন্দুল রোড থেকে বাইকটি যখন সুভাষপল্লির গলিতে ঢোকে সেই সময় রাস্তায় বাম্পের জন্য বাইকের গতি কমান। সেই সুযোগে দুজন দুষ্কৃতী তাঁর বাইকের সামনে চলে আসে এবং পথ আটকে দেয়। একটু দূরে বাইক নিয়ে আরও তিন দুষ্কৃতী দাঁড়িয়ে ছিল।
কালীমন্দিরে সামনে প্রথম দুই দুষ্কৃতী ওই ব্যবসায়ীকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেয়। এরপর তার কাছ থেকে ব্যাগ ছিনতাই করে নিয়ে চম্পট দেয়। যেহেতু ঘটনাস্থলে আলো কম ছিল তাই প্রশান্তবাবু দুষ্কৃতীদের ভালভাবে চিনতে পারেননি। টুপিতে তাদের মুখও ঢাকা ছিল। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। পরে ওই ব্যবসায়ী জগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
শনিবার দুপুরে পুলিশের একটি তদন্তকারী দল ঘটনাস্থলে যায়। ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি এলাকার বিভিন্ন দোকান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। এই ঘটনার জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা জানিয়েছেন, রাস্তায় আলো কম। পুলিশের নজরদারিও নেই। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে জগাছা থানার পুলিশ। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।