শেষ আপডেট: 8th April 2025 22:17
দ্য ওয়াল ব্যুরো: প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার ‘প্রতিশোধ’? কোলাঘাটে এক নাবালিকার উপর ভয়াবহ যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হল এক যুবক। অভিযুক্তের নাম শেখ মমতাজ। অভিযোগ, বাড়িতে একা পেয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে সেই যুবক। ঘটনা কোলাঘাট থানার রাইনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মমতাজ পার্শ্ববর্তী হরিহরপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে অভিযোগ, ওই পরিবারের বড় মেয়েকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করছিল।
অষ্টম শ্রেণির ছাত্রী ওই কিশোরীকে নিরাপদ রাখতে অভিভাবকরা তাকে মামার বাড়ি পাঠিয়ে দেন। পরিবারের দাবি, সেই সুযোগে বাড়িতে ঢুকে পড়ে মমতাজ। তখন বাড়িতে ছিল কিশোরীর ছোট বোন। অভিযোগ, ছুরি দেখিয়ে ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে অভিযুক্ত। শারীরিক নির্যাতনের মাত্রা এতটাই ভয়ঙ্কর ছিল যে, শিশুটির পায়ুদ্বারে কাঁটা চামচ ঢুকিয়ে দেওয়ার মতো নৃশংস কাজও করে যুবকটি।
নাবালিকাকে আশঙ্কাজনক অবস্থায় তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, নিউটাউনে লুকিয়ে ছিল সেই যুবক। অবশেষে তাকে গ্রেফতার করা হয় এবং বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনার প্রতিবাদে সরব হয়েছে স্থানীয় মহিলা সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।
কোলাঘাট বিট হাউসে ডেপুটেশন জমা দিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সংগঠনের নেত্রীরা। প্রতিনিধি দলে ছিলেন প্রতিমা অধিকারী, মায়া খামরই, সুতপা সিনহা, মিঠু দত্ত, রীতা সিনহা প্রমুখ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনসহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। তদন্ত চলছে।