শেষ আপডেট: 17th July 2023 08:20
দ্য ওয়াল ব্যুরো: বাড়ি থেকে পালিয়েছিল দু’জন। স্বপ্ন ছিল পরিবারের থেকে অনেক দূরে গিয়ে সুখে সংসার করবে। কিন্তু মানুষ ভাবে এক, হয় আর এক। অন্য জেলাতে অচেনা মানুষের কাছ থেকে সাহায্য চাইতে গিয়েই ভয়ঙ্কর পরিণতি হল তাঁদের। অভিযোগ, কলেজ ক্যাম্পাসের (Campus) ভিতরে নিয়ে গিয়ে প্রেমিকের সামনেই গণধর্ষণ করা হয়েছে ১৭ বছরের ওই দলিত কিশোরীকে (Minor)। পাশাপাশি মারধর করা হয় প্রেমিককেও। ঘটনাটি ঘটেছে রাজস্থানের যোধপুরে (Jodhpur)।
জানা গিয়েছে, রবিবার ভোরে এই গণধর্ষণের ঘটনাটি ঘটেছে। নির্যাতিতা কিশোরী ও তাঁর প্রেমিক আজমেরের বাসিন্দা। শনিবার তাঁরা বাড়ি থেকে পালিয়েছে। সেখান থেকে বাস ধরে রাত সাড়ে ১০টা নাগাদ যোধপুরে পৌঁছয় দু’জন। সেখানে রাত কাটানোর জন্য একটি গেস্ট হাউস ভাড়া নেয়। প্রথমে অঘটন ঘটে ওই গেস্ট হাউসেই। সেখানকার কেয়ারটেকার কিশোরীর সঙ্গে অভব্য আচরণ করে। এরপর সেখান থেকে বেরিয়ে আসে তাঁরা।
সারা রাত গেদিক ওদিক ঘুরে ভোরবেলা পওটা চৌরাহায় পৌঁছয় তারা। সেখানেই তিনজনের সঙ্গে তাঁদের দেখা হয়। তাঁরা নিজেরাই এগিয়ে এসে আলাপ করে এবং খাবার ও কোল্ড ড্রিঙ্কস দেয়। এরপর যুগলের থেকে গোটা ঘটনা শুনে ওই তিনজন সাহায্যের নাম করে স্থানীয় জয় নারায়ণ ব্যাস বিশ্ববিদ্যালয়ের পুরনো ক্যাম্পাসের হকি গ্রাউন্ডে নিয়ে আসে। এরপর হঠাৎই সাহায্য করার বদলে যুবককে ধরে ব্যাপক মারধর শুরু করে তাঁরা। এরপরে তাঁকে বেঁধে রেখে সামনেই কিশোরীকে পালা করে ধর্ষণ করে তিন অভিযুক্ত।
কিছুক্ষণ পরে ভোরের আলো ফোটার পর মাঠে কয়েকজন মর্নিং ওয়াক করতে আসেন। তখনই অভিযুক্তরা পালিয়ে যায়। দু’জনকে ওই অবস্থায় দেখতে পেয়ে ওই পথচারীরাই পুলিশে খবর দেন। পরে কিশোরীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করে পুলিশ। ডগ স্কোয়াড ও ফরেন্সিক টিমও আসে। এর ঘণ্টাখানেক পরই পুলিশ গ্রেফতার করে।
পরে পুলিশ জানিয়েছে, বাঁচার জন্য পালাতে গিয়ে তিন অভিযুক্তই গুরুতর চোট পেয়েছে। দু’জনের পা-ও ভেঙে গিয়েছে। তাঁদের সবাইকে প্রথমে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর অভিযুক্তদের গ্রেফতার করা হয়। ওদিকে গেস্টহাউসের কেয়ারটেকারকেও গ্রেফতার করা হয়েছে কিশোরীর সঙ্গে অভব্য আচরণের জন্য। ঘটনার খবর পেয়েই পুলিশের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলত। তিনি দোষীদের কড়া শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন।
আর একটু নামল যমুনার জল, দিল্লির বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে একটু একটু করে