শেষ আপডেট: 25th February 2023 14:45
দ্য ওয়াল ব্যুরো: অ্যাকোয়ারিয়ামের পোষা মাছের মৃত্যু হয়েছিল (Death of Pet Fish)। সেই শোক সহ্য করতে পারেনি অষ্টম শ্রেণির পড়ুয়া। তাই পোষ্যের মৃত্যুর দুদিন কাটতে না কাটতেই গলায় দড়ি দিয়ে নিজেকেও শেষ করে দিল সে (Suicide)।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার কেরলের (Kerala) মাল্লাপুরম এলাকায়। মৃত ছাত্রের নাম রোশন আর মোহন। সে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির পড়ুয়া ছিল। রোশন জীবজন্তু ভালবাসত। বাড়িতে অ্যাকোয়ারিয়ামে বেশ কিছু মাছ পুষেছিল সে। এছাড়া পায়রা এবং ঘুঘু পাখিদেরও খাবার খাওয়াত রোশন।
সূত্রের খবর, দিন কয়েক আগেই রোশনের একটি পোষা মাছের মৃত্যু হয়। তারপর থেকেই ওই ছাত্র অত্যন্ত বিষন্ন হয়ে থাকত। শুক্রবার সকালে বারান্দায় গিয়ে ঘুঘু পাখিদের খাবার দিচ্ছিল সে। তারপরে সেখানেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ওই ছাত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘক্ষণ ছেলের খোঁজ না পেয়ে সারা বাড়িতে খুঁজতে শুরু করেন তার বাবা মা। শেষমেশ বারান্দায় গিয়ে তাকে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেন পরিবারের লোকজন।
সঙ্গে সঙ্গে রোশনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনায় স্থানীয় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
মালিকই কন্ডাক্টর! যাত্রী হয় না, তবুও মায়ার বশেই পথে নামান ৩ নম্বর বাস