শেষ আপডেট: 18th September 2024 13:01
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: আরজি কর আন্দোলন নিয়ে এবার বেলাগাম মন্ত্রী স্বপন দেবনাথ। জানালেন অনেক মেয়েকেই তিনি দেখছেন রাত জাগতে গিয়ে মদ খেতে। আবার পুজোয় মন নেই বলা অনেক প্রতিবাদীকে দেখছেন পুজোর জন্য নামী কোম্পানির দামি পোশাক কিনতে। মন্ত্রীর গলায় ঝরে পড়ল শ্লেষ।
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার উদ্যোগে কালনায় নতুন বাসস্ট্যান্ডের উদ্বোধনে এসেছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। সেখানেই আন্দোলনকারীদের 'দ্বিচারিতা' নিয়ে সরব হলেন। বললেন, "পুজোয় মন নেই বলে সবচেয়ে প্রতিবাদী মুখ, পুজোয় স্ত্রীর জন্য কালনা শহরের বড় বড় দোকানগুলি থেকে দামি দামি শাড়ি কিনছেন, সবচেয়ে বেশি বাজার করছেন। আমি নিজে শাড়ির দোকানগুলির সামনে দাঁড়িয়ে এই দৃশ্য দেখেছি। আমি গাড়িতে যেমন উঠি, রাস্তাতেও হাঁটি। এ সব আমার নিজের চোখে দেখা।"
তাঁর কথায়, "আরজি করের ঘটনা নিয়ে অনেকে রাত জাগো, রাত পাহারা কর্মসূচিতে নেমেছেন, মায়েদের রাত জাগার মতন পরিস্থিতি আছে বলেই তো তাঁরা নামতে পারছেন!" মন্ত্রীর কথায় হাততালির ঝড় ওঠে। তারপরেই তিনি বলেন, "আমার এলাকায় রাতে একটি দোকানে মেয়েরা মদ খাচ্ছে। খবর পাওয়ার পর আমি দু-বার সেখানে গেছি। কোন মহিলারা রাতে মদ খাচ্ছে তা দেখতে। আমি হোটেল ওয়ালাকে বলে এসেছি, এখন থেকে আর কোনও মহিলা যেন হোটেলে মদ না খায়। কারণ এটাও আমাদের দেখতে হবে ওই মহিলা যদি মদ খেতে গিয়ে কোনও অঘটন ঘটে যায় তখন কী হবে, সেই জন্যে আমাদের পাহারা দিতে হচ্ছে। একদিন রাত দুটোর সময়, একটি মেয়ে দুটি ছেলে বসে বিয়ার খাচ্ছে। এরপর পুলিশ তার মা বাবাকে ফোন করল। রাত দুটোর সময় আপনার মেয়ে কোন রাত জাগো আন্দোলনে গেছে? তখন যদি আমাদের ছেলেরা পাহারা না দিত, মদ্যপ মেয়েটির কোনো অঘটন ঘটলে, দায় তো আমাদের উপর এসে পড়ত। কোন মহিলাকে অসম্মান করার জন্য বলছি না, বাড়ির মেয়ে কোথায় যাচ্ছে বাবা মা আপনাদের ভাবতে হবে।"
আন্দোলনকারীদের সম্পর্কে মন্ত্রীর এমন মন্তব্যে শোরগোল পড়েছে গোটা রাজ্যে। এর আগে রাত জাগো কর্মসূচি নিয়ে
বিধায়ক কাঞ্চন মল্লিক, লাভলি মৈত্র, উদয়ন গুহ-সহ একাধিক নেতা মন্ত্রীর বেফাঁস মন্তব্যে ঝড় উঠেছিল গোটা রাজ্যে। তারপরেই মন্ত্রিসভার বৈঠকে আরজি কর প্রসঙ্গে কোনও বেফাঁস মন্তব্য করতে নেতা-মন্ত্রীদের বারণ করেন মুখ্যমন্ত্রী। কিন্তু অবস্থা যে একই জায়গায় দাঁড়িয়ে, স্বপন দেবনাথের মন্তব্যে তা ফের স্পষ্ট হল।