স্কলারশিপ ফর্মে সই করলেন রাজ্যের মন্ত্রী বুলু চিক বড়াইক।
শেষ আপডেট: 20th October 2024 22:57
দ্য ওয়াল ব্যুরো: রবিবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলার মাল মহকুমার ক্রান্তি ব্লকে মেলা উদ্বোধন করতে এসেছিলেন রাজ্যের মন্ত্রী বুলু চিক বড়াইক। আর সেই খবর পেয়ে জনা ছয়েক কলেজ পড়ুয়া মন্ত্রীর কাছে চলে আসেন তাঁদের স্কলারশিপ ফর্ম সই করাতে।
ঐতিহ্যবাহী চেকেন্দা ভাণ্ডারী মেলায় মন্ত্রীর নিরাপত্তা ও পুলিশের ঘেরাটোপ দেখে আর কাছে যাওয়ার সাহস করেননি ওই পড়ুয়ারা। অনুষ্ঠান মঞ্চের কাছে ঘুরঘুর করতে থাকেন।
ততক্ষণে মন্ত্রীর কানে যায় গোটা ব্যাপারটা। এরপরই ছাত্র-ছাত্রীদের অনুরোধে আর না করতে পারেননি তিনি।অনুষ্ঠান মঞ্চেই পড়ুয়াদের ডেকে, অনুষ্ঠান চলাকালীন একের পর এক স্কলারশিপ ফর্ম সই করে দেন মন্ত্রী।
লিজা লায়লা, বৃষ্টি রায়, পলি রায় সরকার, ধীর কুমার রায়, ফারিয়া সুলতানা, শম্পা ওড়াওদের বাড়ি ক্রান্তি ব্লকে। যা মন্ত্রীর বাড়ি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। তাই মন্ত্রীর আসার খবর পেয়েই তাঁরা মেলার মঞ্চে সই করানোর চিন্তাভাবনা করেন। সেই মতোই রবিবার সন্ধ্যায় ফর্ম ফিলাপ করে মন্ত্রীকে দিয়ে সই করাবার জন্য চলে আসেন তাঁরা।
মাল কলেজের প্রথম বর্ষের ছাত্র ধীর কুমার রায় বলেন, 'আজকে মন্ত্রী মেলা উদ্বোধন করতে আসবেন এই খবর শুনেছিলাম। এরপর আমরা মেলায় যাই। উনি অনুষ্ঠান চলাকালীন মঞ্চেই আমাদের ফর্ম সই করে দেন। আমরা মন্ত্রীর এহেন মানবিক রূপে খুব খুশি।'
মন্ত্রী বুলু চিক বরাইকের কথায়, 'আমি মন্ত্রী। কিন্তু এই এলাকার বিধায়কও। ক্রান্তি ব্লক থেকে আমার বাড়ি ৩০ কিলোমিটার দূরে। তাই ছাত্র-ছাত্রীদের এখান থেকে গিয়ে যাতে হয়রানি হতে না হয় তাই আমি মঞ্চে তাঁদের স্কলারশিপ ফর্মে সই করে দিলাম। আমি জনগণের দ্বারা নির্বাচিত এবং জনগণ কাছে পরিষেবা দিতে বদ্ধপরিকর।'